For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীতেই আস্থা স্থিত জনগণের, রাহুল গান্ধী শতযোজন পিছিয়ে, বলছে সাম্প্রতিক সমীক্ষা

Google Oneindia Bengali News

গতবছরের ডিসেম্বর মাসে একটি সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইট সংস্থা। মুড অফ দ্য নেশন শীর্ষক সেই সমীক্ষায় মানুষদের জিজ্ঞাসা করা হয় দেশের রাজনীতিবিদদের মধ্যে কাদের উপর বেশি বিশ্বাস রাখছেন তাঁরা। আর এই প্রশ্নের জবাবে সিংহভাগ মানুষ জানান, যে তারা এখনও নরেন্দ্র মোদীর উপরই ভরসা রাখছেন। এই ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে মোদীর ৫৩ শতাংশের বদলে রাহুলের পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ১৩ শতাংশ মানুষ।

মুসলিমদের মধ্যে গ্রহণযোগ্যতা কম মোদীর

মুসলিমদের মধ্যে গ্রহণযোগ্যতা কম মোদীর

উল্লেখযোগ্য ভাবে সমীক্ষার ৬০ শতাংশ হিন্দু মোদীর পক্ষে মত দিলেও মুসলিমদের মধ্যে এই সংখ্যাটি খুবই কং। সমীক্ষায় মাত্র ১৭ শতাংশ মুসলিম জানিয়েছে যে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর উপর ভরসা করেন। এদিকে রাহুলকে ভরসা করে বলে জানিয়েছেন ৩২ শতাংশ মুসলিম। তবে হিন্দুদের মধ্যে মাত্র ১০ শতাংশ হিন্দুরা জানান যে তারা রাহুল গান্ধীর উপর ভরসা করেন।

তৃতীয় স্থানে সনিয়া গান্ধী

তৃতীয় স্থানে সনিয়া গান্ধী

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর পরে থাকা নেতাদের কেউই ডবল ফিগারে পৌঁছাননি। তৃতীয় স্থানে দেশের জনগণের ৭ শতাংশ ভরসা নিয়ে রয়েছেন সনিয়া গান্ধী। সনিয়ার নিচে চতুর্থ স্থানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপর ভরসা আছে বলে জানিয়েছেন মাত্র ৪ শতাংশ মানুষ।

কত শতাংশ মানুষ ভরসা করেন মমতাকে?

কত শতাংশ মানুষ ভরসা করেন মমতাকে?

তবে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরের মতো মুখ্যমন্ত্রীদের উপর খুব একটা ভরসা দেখাচ্ছেন না দেশের মানুষ। অমিত শাহের পর তিন শতাংশ নিয়ে তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কেজরিওয়াল, মমতারা পেয়েছেন দেশের মাত্র ২ শতাংশ মানুষ। ২ শতাংশ করে ভোট পেয়ে ভরসার পাত্র হিসাবে উঠে এসেছেন রাজনাথ সিং, পি চিদাম্বরমরাও।

যোগী আদিত্যনাথের উপর ভরসা কত জনের?

যোগী আদিত্যনাথের উপর ভরসা কত জনের?

এদিকে উত্তরপ্রদেশের তিন মহারথী রাজনীতিবিদের উপর ভরসা দেখিয়েছেন মাত্র ১ শতাংশ করে মানুষ মায়াবতী, অখিলেশ যাদব ও যোগী আদিত্যনাথের উপর ভরসা দেখান।

English summary
narendra modi beats rahul gandhi as number one choice as leader in mood of the nation survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X