For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দান খয়রাতির রাজনীতি দেশের মানুষের ক্ষতি করছে, এক্সপ্রেস উদ্বোধন করতে গিয়ে বিপক্ষকে একহাত মোদীর

Google Oneindia Bengali News

শনিবার উত্তর প্রদেশের জালাউন জেলায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের জন্য গিয়েছিলেন। সেখানে কথা বলতে গিয়েই বিরোধীদের দিকে তোপ দাগেন নরেন্দ্র মোদী।

দান খয়রাতির রাজনীতি দেশের মানুষের ক্ষতি করছে, এক্সপ্রেস উদ্বোধন করতে গিয়ে বিপক্ষকে একহাত মোদীর

২৯৬ কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার পর তিনি বলেন 'আমাদের দেশে আজকাল ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বিনামূল্যে রেওয়ারি বিতরণ করে। এই সংস্কৃতি ঘাতকের মতো দেশের বিকাশের জন্য । দেশের যুবদের সতর্ক থাকার দরকার রয়েছে এই খয়রাতি সংস্কৃতি থেকে। কখনও নতুন এক্সপ্রেসওয়ে বানাবে না তাঁরা আপনাদের জন্য। বানাবে না নতুন এয়ারপোর্ট বা ডিফেন্স করিডর । এই সংস্কৃতি খুব খারাপ। রাজনৈতিক দলগুলি খালি এমন ভাবে যে আম জনতাকে কিনে নেবে বিনামূল্যে খাদ্য বিতরণ করে । এই চিন্তাভাবনাকে হারাতে হবে আমাদের একসঙ্গে।

সরিয়ে দিতে হবে দেশ থেকে খয়রাতি সংস্কৃতি। আমরা শুধু ওই খয়রাতি নিয়ে ভাবি না। আমাদের সংস্কৃতির অন্য। আমরা এর থেকে বাইরে বেরিয়ে কাজ করি। এটাই মানুষের দরকার। এই কাজ করলে মানুষকে খালি দান খয়রাতি করতে হয় না। সড়কপথ, রেল রুট বানিয়ে লোকের আকাঙ্খা পূরণ করার কাজ করছি আমরা এই ভাবেই। কোটির বেশি ঘর বানিয়েছি আমরা গরিবের জন্য। ড্যাম তৈরি করেছি বেশ কিছু। নতুন নতুন বিদ্যুতের কারখানা করছি। এতে আমার মনে হয় দেশের কৃষক, গরিবের জীবনযাপন সহজ হয় এবং দেশের যুবদের আগামী ভবিষ্য়ত অন্ধকারে আর থাকবে না।'

২০১৬ সালে একাধিক এক্সপ্রেসওয়ের পরিকল্পনা নিয়েছিল মোদী সরকার। তার মধ্যে রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে,গঙ্গা এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি প্রোজেক্ট তৈরি করছে। সেই কাজ এতদিনে হল। মোদী বলেছেন যে এই এক্সপ্রেসেওয়ের ফলে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নতি ঘটবে। শিল্পের বিকাশ ঘটবে। উন্নয়ন শহরাঞ্চলে আটকে রাখব না। গ্রামেও কাজ হবে।

আগের সরকারকে আক্রমণ করে মোদী বলেছেন, '৪০ বছর সময় লেগেছে সরযূ ক্যানাল প্রকল্প শেষ করতে । ৩০ বছরের জন্য বন্ধ হয়ে রয়েছে গোরখপুর সার প্ল্য়ান্ট । অর্জুন ড্যাম ১২ বছরে শেষ হয়েছে । প্রসঙ্গত, ২৯৬ কিলোমিটার লম্বা বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ৪ টি লেনের। মোট ১৪ হাজার ৮৫০ কোটি টাকা এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে খরচ হয়েছে । তৈরিতে সময় লেগেছে ২৮ মাস। এটাই পথ দেখাবে উন্নয়নে।

English summary
revari is dangerous for India says narendra modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X