For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলপথে পর্যটনে নয়া দিশা! বিশ্বের সবথেকে লম্বা রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন মোদীর

বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল ক্রুজ চলবে এবার গঙ্গায়। সেই ক্রুজে বসেই দেখা যাবে বারাণসীর গঙ্গা আরতি। আজ শুক্রবার এই বিলাসবহুল তরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বসেই ভার্চুয়ালের মাধ্যমে বিলাসবহুল এই ক্র

  • |
Google Oneindia Bengali News

PM Modi Launch MV Ganga Vilas: জলপথে পর্যটনের নয়া দিশা খুলে দিলেন প্রধানমন্ত্রী। বিশ্বের সবথেকে বড় রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে গঙ্গাপাড়ে তৈরি হওয়া বারাণসী টেন্ট সিটিরও উদ্বোধন করেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং অসমের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন। কার্যত ঐতিহাসিক এক ইভেন্ট বলে মত পর্যবেক্ষকদের।

MV Ganga Vilas-এর উদ্বোধন

MV Ganga Vilas-এর উদ্বোধন

MV Ganga Vilas-এর উদ্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, রিভার ক্রুজ গঙ্গা বিলাসে সূচনা হয়ে গেল। গঙ্গা নদী আমাদের কাছে শুধুমাত্র একটা জলাধার নয়, প্রাচীন কালের তপ-তপস্বীর সাক্ষী ছিল। গঙ্গা সর্বদা ভারতীয়দের মা গঙ্গা অনুপ্রাণিত করে। তবে স্বাধীনতার পর গঙ্গা বেল্ট অনেকটাই পিছিয়ে গিয়েছে। এই অবস্থায় পরিবর্তন প্রয়োজন ছিল বলে মনে করছেন নরেন্দ্র মোদী। আর তাই একেবারে নতুন চিন্তা নিয়ে কাজ শুরু হয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, একদিকে নমামি গঙ্গের মাধ্যমে গঙ্গার পরিচ্ছন্নতার কাজ চলছে। অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি নতুন পরিবেশ তৈরি করাই লক্ষ্য ছিল বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

বিদেশী পর্যটকদের জন্য বার্তা

বিদেশী পর্যটকদের জন্য বার্তা

প্রধানমন্ত্রী মোদী বলেন, অত্যাধুনিক এই ক্রুজে সবরকম ভাবে সুবিধা মিলবে। উত্তরপ্রদেশ, বিহার, অসম, বাংলা এবং বাংলাদেশ থেকে যাওয়ার পথে সবরকম সাহায্য মিলবে বলে দাবি তাঁর। তবে প্রথমদিনেই অত্যাধুনিক এই ক্রুজে যাত্রা করার জন্যে সমস্ত যাত্রীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেন, যা আপনারা কল্পনা করে ভারতের কাছে তা উপলুব্ধ হবে। ভারতকে শুধু কথায় ব্যাখ্যা করা যায় না, এটা আমাদের হৃদয় থেকে ব্যাখ্যা করতে হয় বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

ক্রুজ ট্যুরিসম শুরু

ক্রুজ ট্যুরিসম শুরু

প্রধানমন্ত্রী বলেন, ক্রুজ ট্যুরিসম ভারতের একটা নতুন যুগের সূচনা বলেন। শুধু তাই কর্মসংস্থানের নয়া দিক খুলে যাবে বলেও এদিন মন্তব্য করেন তিনি। মোদীর মন্তব্য অনুযায়ী, এই ক্রুজ যে সমস্ত জায়গার উপর দিয়ে যাবে সেখানে বিকাশের নয়া একটা রাস্তা খুলে যাবে। সবথেকে লম্বা ক্রুজ পরিষেবা হলেও আগামিদিনে ছোট ছোট শহরে ক্রুজ পর্যটনকে উৎসাহ করবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। বাজেট থেকে লাক্সারি সুবিধা সমস্ত কিছু মাথায় রাখা হয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি।

ভারত এবং বাংলাদেশের একাধিক নদীর উপর দিয়ে যাবে

ভারত এবং বাংলাদেশের একাধিক নদীর উপর দিয়ে যাবে

জানা যাচ্ছে, ৫০ দিনের এই দীর্ঘযাত্রা পথে ভারত এবং বাংলাদেশের ২৭ টি রিভার সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আর এই দীর্ঘ যাত্রাপথে ৫০ টিরও বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থামবে। অন্যদিকে অত্যাধুনিক এই ক্রুজে একাধিক সুবিধা রয়েছে। সাংস্কৃতিক জলসা থেকে শুরু করে জিম একাধিক সুবিধা রয়েছে ক্রুজে। একই সঙ্গে পুরোপুরি ভাবে সুরক্ষার বিষয়টিও মাথায় রাখা রয়েছে। আর এজন্যে একাধিক ব্যবস্থা থাকছে বলে জানা যাচ্ছে।

Ganga Vilas: বারাণসী থেকে বাংলাদেশ হয়ে সোজা ডিব্রুগড়, বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজের উদ্বোধনে মোদীGanga Vilas: বারাণসী থেকে বাংলাদেশ হয়ে সোজা ডিব্রুগড়, বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজের উদ্বোধনে মোদী

English summary
Narendra modi at opening of MV ganga vilas, longest river cruise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X