For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সকালে দেরাদুন পৌঁছে কেদারনাথ মন্দিরে আরতি নরেন্দ্র মোদীর, রয়েছে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের নৌশেরায় জওয়ানদের মাঝে তিনি বলেছেন 'আমি দিওয়ালি আমার পরিবারের সকলের সঙ্গে কাটাতে চেয়েছি, তাই এখানে'। দিওয়ালির পর্ব নৌশেরা সেক্টরে কাটিয়ে এদিন কেদারনাথে যাত্রা করেন নরেন্দ্র মোদী। এদিন ভোরেই তিনি দেরাদুন পৌঁছন। তারপর সেখান থেকে যান কেদারনাথ।

কেদারনাথ মন্দিরে সকালে আরতি নরেন্দ্র মোদীর, রয়েছে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি

উল্লেখ্য, কেদারনাথে পৌঁছে এদিন সকালে পুজো দেন নরেন্দ্র মোদী। এর আগে তিনি নৌশেরা থেকে দেরাদুন বিমান বন্দরে অবতরণ করেন। এদিকে, কেদারনাথে একাধিক নির্মাণকাজের এদিন শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তাঁর কর্মসূচিতে এদিন রয়েছে ৪০০ কোটি টাকার একটি প্রজেক্ট উদ্বোধন। এদিন তিনি কেদারপুরী নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এদিন মন্দাকিনী নদী তীরের কেদারনাথ ধামের বিভিন্ন দিক পরিদর্শন করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এছাড়াও ২০১৩ সালের বন্যায় কেদারনাথে ক্ষতিগ্রস্ত হওয়া শঙ্করাচার্যের সমাধির পুর্ননির্মাণের কাজেরও শিলান্যাস করবেন মোদী।

এদিকে, আদি গুরু শঙ্করাচার্যের মূর্তি এদিন সকালে উন্মোচন করেন মোদী। কথিত রয়েছে ,অষ্টম শতকের এই সন্ন্যাসী মোক্ষ প্রাপ্ত করেছিলেন কেদারনাথে। তাঁর ১২ ফুটের মূর্তি এদিন কেদারনাথের বুকে উন্মোচন করেন মোদী। এদিন মোদীর হাতে এই মূর্তি উন্মোচন দেশের ১২ টি জ্যোর্তিলিঙ্গের শঙ্করাচার্যদের কাছে লাইভ স্ট্রিম করা হয়। এছাড়াও দেশের ৪ টি মঠের শঙ্করাচার্যরাও এই লাইভ স্ট্রিমে দর্শন করেন এমন মুহূর্তের।

এর আগে, শুক্রবার সকালেই দেরাদুন এসে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে দেরাদুন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, লেফ্টনেন্ট গভর্নর গুরমিত সিং। উল্লেখ্য়, এর আগেও কেদারনাথ ধামে একবার সময় কাটিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর ফের একবার তিনি কেদারনাথ সফরে গেলেন। উল্লেখ্য, দেবভূমিকে মোদীর সফর ঘিরে এদিন সকাল থেকেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। পুষ্কর সিং ধামি নিজেও এলাকার নিরাপত্তা সরেজমিনে দেখেছেন মোদী সেখানে পা রাখার আগে। সব মিলিয়ে কার্যত জমজমাট দিওয়ালির দেবভূমি। এর আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, দেবভূমিতে উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী পা রাখছেন। আর তাঁকে স্বাগত জানাতে কার্যত তৈরি উত্তরাখণ্ড। গোটা কেদারপুরী এলাকা এদিন মোদীকে স্বাগত জানাতে সেজে উঠেছে বলে জানিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে এদিন কেদারপুরীর গোটা এলাকা কার্যত ফুল ও আলোর রোশনাইতে নিজের ছন্দে সেজে উঠেছে। এদিন সকালে সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী পুজো অর্পণের পর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। এর আগে কাশ্মীরের নৌশেরা সেক্টরে নরেন্দ্র মোদী জওয়ানদের উদ্দেশে একাধিক বড় বার্তা দেন। তিনি জানান, গোটা দেশ সার্জিক্যাল স্ট্রাইকে সেনার ভূমিকায় গর্বিত। মোদী বলেন, দেশ যে শান্তিতে দিওয়ালি উদযাপন করতে পারছে তার কারণ দেশে সেনা জাগ্রত রয়েছে।

English summary
Modi in Kedarnath, Narendra Modi performs aarti in Kedarnath, Narendra modi kedarnath photos
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X