For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষশুরুর দিনেই বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট বহু, ক্ষতিপূরণ মোদীর, শোকপ্রকাশ রাহুলের

বছরের প্রথম দিনেই মর্মান্তিক খবর। জম্মুর কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বছরের প্রথম দিনেই মর্মান্তিক খবর। জম্মুর কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘোষণা করেছেন ক্ষতিপূরণ দেওয়ার কথাও। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে প্রতিবছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ও নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ভিড় হয় পুণ্যার্থীদের। কাটরা থেকে হাঁটা পাহাড়ি পথ বেয়ে ১৪-১৫ কিলোমিটার যেতে হয় মাতা বৈষ্ণোদেবীর দর্শন পেতে। এই মন্দিরের প্রবেশ পথও সঙ্কীর্ণ। সেখানেই দুই দল দর্শনার্থীদের মধ্যে কথা কাটাকাটিতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, বৈষ্ণোদেবী মন্দিরে রাত পৌনে তিনটে নাগাদ ওই পদপিষ্টের ঘটনা ঘটে। দুই দল দর্শনার্থীদের মধ্যে বচসা বাধে। তারা পরস্পরের দিকে তেড়ে যান। তখনই ঘটে পদপিষ্টের ঘটনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রথমত খাদের দিকে রেলিংয়ে ঘেরা পাহাড়ি পথ, তারপর মন্দিরের ভিতর সঙ্কীর্ণ পথ সেখানেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।

ফলে পিছনের দর্শনার্থীদের চাপ রাখতে না পেরেই পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় ১২ জনের মৃ্ত্যু হয়। ১৩ জন আহত হয়েছেন। তাঁদের নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর মন্দির চত্বর পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীরের কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদদলিত হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্বজনদের প্রতি পিএমএনআরএফ থেকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

তিনি বলেন, মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি চাই আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। তিনি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনার সমস্ত খোঁজ খবর নিয়েছেন। রাহুল গান্ধীও শোকব্যক্ত করে বলেন, মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনা দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

English summary
Narendra Modi and Rahul Gandhi express condolence for stampede in Mata Vaishno Devi temple in J&K.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X