For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার আবহাওয়া ‘গরম’ নতুন বছরের শুরুতেই, অভিষেকের পরই সফরে মোদী-নাড্ডা

কলকাতা পুরসভার ভোট মিটেছে। ফের গোয়া ও ত্রিপুরার দিকে নজর দেওয়া শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া সফর সেরেই জানুয়ারির প্রথম তিনি যাবেন ত্রিপুরা সফরে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার ভোট মিটেছে। ফের গোয়া ও ত্রিপুরার দিকে নজর দেওয়া শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া সফর সেরেই জানুয়ারির প্রথম তিনি যাবেন ত্রিপুরা সফরে। আর তাঁর ত্রিপুরা সফরের পরই মোদী-নাড্ডা পাল্টা সফর করবেন ত্রিপুরায়। ফলে এই শীতে ত্রিপুরার রাজনীতি ফের গরম হতে চলেছে।

ত্রিপুরার আবহাওয়া গরম নতুন বছরের শুরুতেই, অভিষেকের পরই মোদী

ত্রিপুরার ভোট এখনও এক বছরেরও বেশি বাকি। তার আগেই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। তৃণমূল ত্রিপুরার পা রাখার পর থেকেই আবহাওয়া গরম হতে শুরু করে। সম্প্রতি ত্রিপুরা পুরসভা নির্বাচনে ঘিরে উত্তাপ চড়েছিল, তার পর থেকে ঠান্ডা ছিল আবহাওয়া কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দলের পর পর দুই সফর ঘিরে উত্তেজনায় ফুটছে ত্রিপুরা।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজধানী আগরতলায় পা রাখবেন ২ জানুয়ারি। নির্বাচন চলাকালীন আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তিনি দেখা করবেন। এর মধ্যে দলীয় কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করতে পারেন। পরের দিন তিনি কলকাতায় ফিরবেন। আর তাঁর ফিরে আসার পরই ত্রিপুরায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সম্প্রতি ত্রিপুরা পুরভোটে দুই দলের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। তার আগেও তৃণমূলের কর্মসূচি ঘিরে বারবার রণক্ষেত্রের চেহারা নিয়ে ত্রিপুরা। তারপর দুই দলের শীর্ষ নেতৃত্ব এই প্রথম পরপর দলীয় কর্মসূচিতে অংশ নিতে চলেছে। নতুন বছরের শুরুতেই ফের তৃণমূল বনাম বিজেপি সম্মুখ সমরে অবতীর্ণ হবে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছবে ত্রিপুরায়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, মোদীজি ও নাড্ডাজি ৪ জানুয়ারি ত্রিপুরায় আগরতলায় আসবেন। প্রধানমন্ত্রী আগরতলায় আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেজে উঠছে ত্রিপুরা। তার মধ্যে অভিষেকের সফর নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। কেননা এর আগে যতবার অভিষকে ত্রিপুরায় গিয়েছেন, ততবারই কড়া প্রতিরোধ করেছে বিজেপি।

বাংলার বাইরে সংগঠন বিস্তারে নেমেছে তৃণমূল। এই উদ্যোগে তৃণমূলের প্রথম টার্গেট ছিল ত্রিপুরা। তার পাশাপাশি পশ্চিমের গোয়া আর পূর্বের আরও এক রাজ্য মেঘালয়কেও টার্গেট করেছে তৃণমূল। হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো জেলাও তৃণমূলের নজরে রয়েছে। তবে এই মুহূর্তে ত্রিপুরা ও গোয়া নিয়েই বেশি আগ্রহী তৃণমূল। গোয়ায় ভোট ২০২২-এর শুরুতেই। আর ত্রিপুরার ভোট এক বছর পরে। দুটি বিজেপিশাসিত রাজ্যে মমতা-অভিষেকরা মূল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে এখন।

English summary
Narendra Modi and J P Nadda will go Tripura after Abhishek Banerjee coming.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X