For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনখড়ের প্রতি আস্থা জানিয়ে বার্তা মোদী-শাহের! শুভেন্দুর চোখে উনিই সঠিক লোক

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু'কে প্রার্থী করে কার্যত সবাইকে চমকে দিয়েছে মোদী-শাহ! এই অবস্থায় ফের একবার তৃণমূল সহ বিরোধীদের ঝটকা বিজেপির। সংসদীয় বৈঠকে উপ রাষ্ট্রপতি পদের জন্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখ

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু'কে প্রার্থী করে কার্যত সবাইকে চমকে দিয়েছে মোদী-শাহ! এই অবস্থায় ফের একবার তৃণমূল সহ বিরোধীদের ঝটকা বিজেপির। সংসদীয় বৈঠকে উপ রাষ্ট্রপতি পদের জন্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কেই বেছে নেওয়া হল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এহেন ঘোষণা করেছেন।

 শুভেন্দুর চোখে উনিই যোগ্য

একই সঙ্গে দল নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার আবেদন রাখেন তিনি। এদিন সর্বদল বৈঠক জেপি নাড্ডা সহ মোদী-অমিত শাহ উপস্থিত ছিলেন। নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রধানমন্ত্রী সহ বিজেপি'র তরফে ধনখড়কে শুভেচ্ছাবার্তা জানিয়ে একাধিক টুইট করা হয়েছে।

শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদীপ ধনখড়েকে এনডিএ'র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করার জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গে টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, জগদীপ ধনখড়ের সংবিধান সংক্রান্ত জ্ঞান রয়েছে। আইন প্রনয়ন সংক্রান্ত বিষয়ে জ্ঞান আছে বলে দাবি প্রধানমন্ত্রী'র।

তবে তিনি নিশ্চিত রাজ্যসভায় একজন অসাধারণ স্পিকার হবেন ধনখড়। এমনকি জাতীয় অগ্রগতি আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সংসদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ধনখড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও টুইট প্রধানমন্ত্রীর।

শুভেচ্ছাবার্তা রাজনাথ সিংয়ে'র

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও টুইটকে ধনখড়কে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্যে এনডিএ'র প্রার্থী হিসাবে জগদীপ ধনখড়কে শুভেচ্ছা। উনি একজন কৃষকের ছেলে। যিনি আইন এবং সংবিধানের বিষয়ে একজন জ্ঞানী ব্যক্তিত্ব বলেও উল্লেখ প্রতিরক্ষামন্ত্রীর। দীর্ঘদিন মানুষের জন্যে উনি কাজ করেছন। তাঁর জ্ঞান এবং অনুভব দেশ উন্নতিতে কাজে লাগবে বলে দাবি বর্ষীয়ান এই বিজেপি নেতার।

শুভেচ্ছাবার্তা দিয়েছেন অমিত শাহ

তবে শনিবার নাম ঘোষণার আগে মোদী এবং শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন জগদীপ ধনখড়। আর এরপরেই পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা। আর এরপরেই সোশ্যাল মিডিয়াতে বাংলার রাজ্যপাককে ট্যাগ করে শুভেচ্ছাবার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি লিখেছেন, উচ্চসদনের গরিমা আরও বাড়বে। এমনকি দেশের লাভ হবে বলেও টুইটে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।

শুভেচ্ছা জানিয়ে যা বলেছেন শুভেন্দু অধিকারী-

ধনখড়ের নাম ঘোষণা হতেই বাংলা থেকেও শুভেচ্ছাবার্তা। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ একাধিক বঙ্গ বিজেপি'র নেতা। তবে বিরোধী দলনেতা জানিয়েছনে, যোগ্য জায়গাতে ঠিক লোককে বসানো হয়েছে। সংসদীয় রাজনীতিতে অনেক অভিজ্ঞতা। শুভেন্দু আরও জানান, পশ্চিমবঙ্গ সরকার যদি আইন মেনে-সংবিধান মেনে চলে তাহলে সমস্যা কোথায়?

সমস্ত রাজনেতারা শুভেচ্ছাবার্তা দিলেও এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

English summary
Narendra modi, Amit Shah supports jagdeep Dhankhar, suvendu adhikari says Dhankhar is the right man
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X