For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিবাহিত, স্ত্রীর নাম যশোদাবেন! মনোনয়নপত্রে লিখলেন নরেন্দ্র মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
গান্ধীনগর, ১০ এপ্রিল: তিনি বিবাহিত নন, একক পুরুষ। বারবার এ কথা বলে এসেছেন নরেন্দ্র মোদী। যদিও গুঞ্জন ছিল, তিনি বিবাহিত এবং স্ত্রীয়ের নাম যশোদাবেন! শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নরেন্দ্র মোদী নিজে লিখলেন, তিনি বিবাহিত। যশোদাবেনই হলেন তাঁর স্ত্রী।

একদা কট্টর আরএসএস কর্মী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অসীম কৌতূহল। কংগ্রেস এর আগে অভিযোগ তুলেছিল, গুজরাতের মুখ্যমন্ত্রী বিবাহিত। অথচ তিনি তা স্বীকার করছেন না। 'সম্মান' দিচ্ছেন না স্ত্রীকে। বিষয়টি তাঁর কাছে এতটাই সংবেদনশীল ছিল যে, ২০০১, ২০০২, ২০০৭ এবং ২০১২ সালের বিধানসভা নির্বাচনেও মনোনয়নপত্রে স্ত্রীয়ের নাম লেখেননি নরেন্দ্র মোদী। ওই সংক্রান্ত কলাম ফাঁকা রেখে দিয়েছিলেন। কিছুদিন আগে হিমাচলপ্রদেশে একটি জনসভায় তিনি বলেছিলেন, "আমি কার জন্য অবৈধ উপায়ে টাকাপয়সা জমাব? আমার তো পরিবারই নেই।" অথচ এখন তিনি স্ত্রীয়ের নাম ঘোষণা করে দিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে দাবি করা হয়, নিজের স্ত্রীয়ের নাম প্রকাশ্যে ঘোষণা করুন নরেন্দ্র মোদী। কিন্তু বিচারপতি পি সদাশিবম এবং বিচারপতি রঞ্জন গগৈ বলেন, এটা একজনের ব্যক্তিগত ব্যাপার। আদালত কাউকে বাধ্য করতে পারে না। বিষয়টি বরং দেখা উচিত নির্বাচন কমিশনের।

আদালতের এই পর্যবেক্ষণের পর নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। তারা জানায়, লোকসভা ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্দিষ্ট কলামে স্ত্রী বা পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। নইলে প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে। তা ছাড়া জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১) অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে তার স্ত্রীয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে হবে। গতকাল নরেন্দ্র মোদী যশোদাবেনের নাম লিখলেও তাঁর আয়, প্যান কার্ড ইত্যাদি সম্পর্কে কোনও তথ্য দেননি। বলেছেন, স্ত্রীয়ের সঙ্গে যেহেতু দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই, তাই এ ব্যাপারে কিছু জানেন না।

১৭ বছর বয়সে বিয়ে হয়েছিল নরেন্দ্র মোদীর। বলা ভালো, এক রকম জোর করেই বিয়ে দিয়েছিল বাড়ির লোক। কনেও নাবালিকা ছিল। অত কম বয়সে বিয়ের ব্যাপারে ঘোরতর আপত্তি ছিল নরেন্দ্র মোদীর। তাই বিয়ের কিছুদিন পরই স্ত্রীকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। সেই থেকে যশোদাবেনের সঙ্গে মুখোমুখি দেখা হয়নি তাঁর। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা যশোদাবেন সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, নরেন্দ্র মোদীই তাঁর স্বামী। তখন অবশ্য বিজেপি এই দাবি উড়িয়ে দিয়েছিল।

নরেন্দ্র মোদী জানিয়েছেন, স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দেড় কোটি টাকা। এর মধ্যে রয়েছে ২৯,৭০০ টাকা নগদ, ৪৪ লক্ষ টাকা ব্যাঙ্ক ডিপোজিট, ২০ হাজার টাকার বন্ড এবং ৪.৩৪ লক্ষ টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। তা ছাড়া নিজের নামে রয়েছে একটি বাড়ি। আড়াই লক্ষ টাকা দিয়ে অনেকদিন আগে তা কিনেছিলেন, যার বাজারদর বর্তমানে এক কোটি টাকা।

English summary
Naredra Modi admits that he got married, wife's name Jashodaben
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X