For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তা খারাপ, লোডশেডিং এবং দুর্নীতিই ভারতের বাস্তব! বলছেন Narayana Murthy

ভারতের আসল ছবি তুলে ধরতে গিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি (N. R. Narayana Murthy)। তাঁর দাবি, ভারতের বাস্তব হল দুর্নীতি, খারাপ রাস্তা এবং দূষণ। ভারতীয় এই শিল্পপতির এহেন মন্তব্য ঘিরেই শুরু

  • |
Google Oneindia Bengali News

Founder of Infosys On India: ভারতের আসল ছবি তুলে ধরতে গিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি (N. R. Narayana Murthy)। তাঁর দাবি, ভারতের বাস্তব হল দুর্নীতি, খারাপ রাস্তা এবং দূষণ। ভারতীয় এই শিল্পপতির এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।

দুর্নীতিই ভারতের বাস্তব! বলছেন Narayana Murthy

সম্প্রতি একটি বক্তব্য রাখেন ইনফোসিস কর্তা। আর সেখানে কার্যত সিঙ্গাপুরের সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরতে গিয়েছে নারায়ণমূর্তির বক্তব্য, দেশের বাস্তব হল দুর্নীতি, রাস্তা পরিষ্কার না হওয়া। কিন্ত্য সিঙ্গাপুরে একেবারে ঝা চকচকে রাস্তা এবং দুষণ অনেক কম বলে মনে করেন ভারতীয় এই শিল্পপতি।

ভিজিয়ানগরম জেলার রাজমে জিএমআর ইনস্টিটিউট অফ টেকনোলজির (জিএমআরআইটি) রজত জয়ন্তী বর্ষ উদযাপনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখছিলেন নারায়ণমূর্তি। আর সেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। আর তা রাখতে গিয়েই শিল্পপতি ভারতের বাস্তব অবস্থাটা তুলে ধরার চেষ্টা করেন।

আর তা তুলে ধরতে গিয়ে ইনফোসিস কর্তার মতে, ভারতের আসল চিত্র দুর্নীতি। শুধু তাই নয়, নোংরা রাস্তা, দূষণ এমনকি বারবার লোডশেডিংয়ের কথাও নারায়ণমুর্তি তাঁর বক্তব্যে তুলে ধরেছেন। পাশাপাশি সিঙ্গাপুরের উন্নয়নের প্রসঙ্গ টেনে এনেছেন। আর রতা তুলে ধরেই ভারতীয় শিল্পপতির দাবি, সিঙ্গাপুর মানেই একটা ঝাঁ চকচকে বিষয়। একেবারে পরিষ্কার পরিছন্ন একটা রাস্তা, দুষণমুক্ত একটা পরিবেশ এবং অবাধ বিদ্যুতের কথা তুলে ধরেন। তবে আগামী দিনে ভারতের এই বাস্তবটা বদলানোর দায়িত্ব পড়ুয়াদেরই নিতে হবে বলে মনে করেন ইনফোসিস কর্তা। কে কখন করবে সেজন্যে অপেক্ষা না করাই ভালো বলেও মত তাঁর।

এজন্যে প্রথম থেকেই যুব সম্প্রদায়ের মধ্যে মানসিকতার বদলে প্রয়োজন বলে দাবি ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির। জাতি, সমাজ, দেশবাসীর স্বার্থ আমাদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে বলেও মনে করেন তিনি। তবে নারায়নমূর্তির এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। কীভাবে ভারতীয় শিল্পপতি এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

বিশেষ করে গত কয়েক বছর ধরে তাঁর তথ্যপ্রজুক্তি সংস্থা ইনসোসিস ভারতে ব্যবসা করছে। কয়েক লাখ ভারতীয় সংস্থাতে কাজ করেন। সেখানে দাঁড়িয়ে তাঁর এমন মন্তব্য আদৌতে দেশকে অপমান করা বলেই মনে করছেন অনেকেই। যদিও একটা অংশের মতে, ভারতের আসল ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শিল্পপতি। ফলে সমালোচনা না করে শিল্পপতিদের চোখে ভারতের ছবিটা বদলানোর কথা বলছেন কেউ কেউ।

English summary
Narayana Murthy, founder of Infosys told students that bad roads and corruptions are the realities for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X