For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে খাবার অর্ডার দেন! এই ভিডিও দেখলে আর নাও দিতে পারেন

অভিনেত্রী নম্রতা শিরোদকর এমন একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য।

  • |
Google Oneindia Bengali News

অনলাইনে নানা জিনিস অর্ডার দিয়ে অনেকেই জালিয়াতির শিকার হন। কারও প্যাকেট আগে মোবাইলের বদলে লোহার টুকরো, কারও আসে কাঠের টুকরো। তা নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও ব্যস্ততার যুগে অনলাইনে অর্ডার দিয়ে অনেকেই দোকানে যাওয়ার সময় বাঁচান। খাওয়ার অর্ডার করার ক্ষেত্রেও তেমনটাই হয়।

অনলাইনে খাবার অর্ডার দেন! এই ভিডিও দেখলে আর নাও দিতে পারেন

অনলাইনে বিভিন্ন অ্যাপে এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় পৌঁছে যায় আপনার পছন্দের মোগলাই, চাইনিজ অথবা অন্য নানা স্বাদের খাবার। অনলাইনে খাবার ডেলিভারি দেওয়া এমন বড় শহরগুলিতে নিত্যনিমিত্ত ব্যাপার হয়ে গিয়েছে।

তবে অভিনেত্রী নম্রতা শিরোদকর এমন একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ভিডিওয় দেখা যাচ্ছে জনপ্রিয় একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মী অর্ডার করা খাবারের প্যাকেট খুলে খেয়ে খেয়ে তা রেখে দিচ্ছেন। বেশ কয়েকটি প্যাকেট খুলে তিনি খাচ্ছেন বলে ভিডিওয় দেখা যাচ্ছে।

এই ভিডিও পোস্ট করে নম্রতা লিখেছেন, এমন ঘটনা ভয়ানক। স্বাস্থ্যের জন্যও বিপদজনক। অর্ডার অনলাইনে দেওয়ার আগে নতুন করে ভাবতে বলেছেন তিনি। নিজের সন্তানদের আর অনলাইনে খাবার কিনতে উৎসাহ দেবে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

English summary
Namrata Shirodkar reacts to viral clip of Zomato employee eating customer's food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X