For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নামাঙ্কিত 'নমো টিভি' লাইসেন্স ছাড়াই সম্প্রচারিত এক সপ্তাহ হয়েছে! ভোটের আগে তুমুল তাপ-উত্তাপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামাঙ্কিত 'নমো টিভি'ঘিরে সম্প্রতি ব্য়াপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। টিভি চ্যানেলটির নাম ঘিরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামাঙ্কিত 'নমো টিভি'ঘিরে সম্প্রতি ব্য়াপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। টিভি চ্যানেলটির নাম ঘিরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, চ্যানেলটি কোনও রকমের লাইসেন্স ছাড়াই চলেছে এক সপ্তাহ ধরে।

মোদীর নামাঙ্কিত নমো টিভি লাইসেন্স ছাড়াই সম্প্রচারিত হয়েছে! ভোটের আগে তুমুল শোরগোল

কেন্দ্রিয় তথ্য ও সংস্কৃতি দফতরের অনুমোদন ছাড়া কিছুতেই কোনও চ্যানেল লাইসেন্স পায় না। তবে নমো টিভি টানা এক সপ্তাহ ধরে বিনা লাইসেন্সেই সম্প্রচার চালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই চ্যানেলের কোনও সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল না। । যার জেরে ভারতীয় সম্প্রচার আইন অনুযায়ী এটি অবৈধ বলে দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যমটিতে দাবি করা হয়েছে, এর আগে অবৈধভাবে পাকিস্তানি ও চাইনিজ চ্যানেল কেবল অপরেটররা চালিয়েছেন। তবে এই প্রথম কোনও ভারতীয় চ্যানেল সম্পর্কে অবৈধভাবে সম্প্রচারের অভিযোগ উঠছে।

[আরও পড়ুন: দিদির লোক মানব পাচারে অভিযুক্ত! কাগজ তুলে ধরে মমতাকে জবাব বিজেপি প্রার্থীর][আরও পড়ুন: দিদির লোক মানব পাচারে অভিযুক্ত! কাগজ তুলে ধরে মমতাকে জবাব বিজেপি প্রার্থীর]

এদিকে, টাটা স্কাইয়ের তরফে দাবি করা হয়েছে এই নমো টিভি শুধুমাত্র একটি ' হিন্দি নিউজ সার্ভিস' হিসাবে পরিচিত। তবে টাটা স্কাইয়ের সিইও বরিত নাগপালের দাবি নমো টিভি কোনও ঘরানাতে পড়ে না।

[আরও পড়ুন:কেরলেও প্রধান প্রতিপক্ষ বিজেপিই! বামেদের সম্পর্কে কটূ কথা বলবেন না, জানালেন রাহুল গান্ধী][আরও পড়ুন:কেরলেও প্রধান প্রতিপক্ষ বিজেপিই! বামেদের সম্পর্কে কটূ কথা বলবেন না, জানালেন রাহুল গান্ধী]

[আরও পড়ুন:আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির][আরও পড়ুন:আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির]

English summary
NaMo TV has no broadcast licence, didn’t even apply for one.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X