For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমো খাবেন নাকি রাগা, দেখেশুনে বেছে নিলেই হল!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী ও রাহুল
এলাহাবাদ, ১৯ মার্চ: কওন জ্যায়দা স্বাদিষ্ট হ্যায়? নমো ইয়া রাগা?

কে বেশি সুস্বাদু? নমো নাকি রাগা?

নমো মানে নরেন্দ্র মোদী। রাগা মানে রাহুল গান্ধী।

উঁহু, কে বেশি ভালো, তা জানতে ওঁদের কামড়ে দেওয়ার দরকার নেই! এলাহাবাদের তন্দুর রেস্তোরাঁয় ঢুকে প্রথমে এই শব্দগুলোয় ঘাবড়ে যেতে পারেন। কিন্তু মেনু কার্ডে চোখ বুলোলে বুঝতে পারবেন, নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর নামে খাবার চালু হয়েছে!

নরেন্দ্র মোদী বা নমো থালি। দাম ১১০ টাকা। দুপুরবেলা ভরপেট খেতে চাইলে এর জুড়ি নেই। এতে কী কী থাকছে, শুনুন। দু'টো চাপাটি, পনিরের তরকারি, পাঁচমিশেলি সবজি, ডাল ফ্রাই, জিরে পোলাও, রসগোল্লা আর আনারস-কিশমিশের চাটনি। সেই চাটনিতে দেওয়া হচ্ছে কেশর। নমো থালি বলে কথা! একটু গেরুয়া ছোঁয়া রাখতে হবে বৈকি!

তুলনায় রাহুল গান্ধী বা রাগা থালি একটু সস্তা। ৯০ টাকা। এতে থাকছে ইডলি, বড়া, পরোটা রোল আর চাটনি। চাটনি কমলা-সবুজ রঙের। কংগ্রেসি রং বলে কথা।

মজার ব্যাপার হল, দাম বেশি হওয়া সত্ত্বেও নমো থালির চাহিদা বেশি। রেস্তোরাঁ ম্যানেজার অরুণ শুক্লা বলেন, "রাগা থালি একটু সস্তা। তবুও মানুষের কাছে চাহিদা নেই। বরং নমো থালিই বিক্রি হচ্ছে বেশি। এক এক সময় তো ভিড়ের চোটে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা।"

রেস্তোরাঁর মালিক রাজু জয়সওয়াল বলেন, "আমাদের ট্যাগলাইন হল ভালো খান, ভালো ভাবুন। তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করতেই আমাদের এই পদক্ষেপ। আশা করি, দেশের প্রতি আমরা উপযুক্ত কর্তব্য পালন করছি।"

English summary
NaMo Thali,RaGa Busket: Restaurant of Allahabad launches special menu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X