For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাণসীর ধাবা জমাচ্ছে সুস্বাদু 'নমো রুটি'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বারাণসী, ৭ মে: নরেন্দ্র মোদীর দৌলতে বেশ দু'পয়সা কামিয়ে নিচ্ছেন বারাণসীর ধাবাওয়ালারা। 'নমো রুটি' বেচেই এই রমরমা। মোটা তন্দুরি রুটির গায়ে থাকছে সেই লেখা, 'আবকি বার মোদী সরকার'।

এটা কিন্তু বিজেপি পরিচালিত কোনও ভোটপ্রচার নয়। বরং ধাবাওয়ালারা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন নিছক। সাধারণত তা বিকোচ্ছে দেদার, আর বিজেপি-র জনসভা থাকলে তো কথাই নেই। 'নমো রুটি' জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ধাবাওয়ালারা। কংগ্রেস বিষয়টি নিয়ে চেঁচামেচি শুরু করলেও আমল দিতে নারাজ বিজেপি। তাদের যুক্তি, যদি সাধারণ ধাবাওয়ালারা ভালোবেসে এই রুটি বানান, তাতে তো দলের করণীয় কিছু নেই। এর সঙ্গে বিজেপি কোনওভাবে যুক্ত নয়।

শুধু এবার নয়, এর আগেও নরেন্দ্র মোদীর নামে বিভিন্ন খাবার বাজারে এসেছে। যেমন, নমো থালি, নমো সমোসা, নমো চায় ইত্যাদি। তা ছাড়া নমো টুপি, নমো টি-শার্ট ইত্যাদিও বিকিয়েছে দেদার। এ বছরের হোলিতে গোটা উত্তর ভারত ছেয়ে গিয়েছিল নমো পিচকিরিতে। নরেন্দ্র মোদীর ছবি দেওয়া সেই পিচকিরি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

নরেন্দ্র মোদীর মতোই রাহুল গান্ধীর নামেও কিছু কিছু পণ্য বাজারে এসেছিল। যেমন রাগা বাস্কেট, রাগা গুলাল। কিন্তু বাজারে তেমন সাড়া ফেলেনি সেগুলো।

এদিকে, আগামীকাল এখানে নরেন্দ্র মোদীর জনসভার অনুমতি দিল না রাজ্য সরকার। এই ঘটনায় প্রতিহিংসার অভিযোগ এনেছে বিজেপি। তাদের বক্তব্য, উত্তরপ্রদেশের বিভিন্ন জনসভায় নরেন্দ্র মোদী বারবার বিঁধেছেন সমাজবাদী পার্টি তথা অখিলেশ সিং যাদবের সরকারকে। বিভিন্ন অভিযোগের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে তারা। তাই এবার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। যদিও এমন অভিযোগ মানতে চাননি মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। বরং তিনি বলেছেন, নরেন্দ্র মোদী এবং তাঁর সহযোগী অমিত শাহ রাজ্যে এসে বিদ্বেষ ছড়াচ্ছেন।

English summary
NaMo Rotis now hit dhabas of Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X