For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছতে বড় ভূমিকা নিয়েছে 'নমো অ্যাপ', এরপরে পালা লোকসভা ভোটের

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাতে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির।

  • |
Google Oneindia Bengali News

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাতে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু হয়ে গিয়েছে। নামও ঘোষণা হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটি অভিনব কিছু করে দেখাতে সবসময় তৈরি। এই পাঁচ রাজ্যের ভোটেও তার ঝলক দেখা গিয়েছে। নমো অ্যাপ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। বিশেষ করে টিকিট দেওয়ার ক্ষেত্রে নমো অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে। আগামিদিনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

নমো অ্যাপে নজর

নমো অ্যাপে নজর

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে লড়তে ৭৭জন প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেছে। ১৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। পরের রাউন্ডেও আরও অনেক বিধায়ক টিকিট পাবেন না। মূলত এই পাঁচ রাজ্য থেকে বিধায়কদের টিকিট না দিয়ে বিজেপি বোঝাতে চাইছে, তাঁদের সম্পর্কে ফিড ব্যাক ভালো নয়। আগামী লোকসভা ভোটেও এই একই চিত্র দেখতে পাওয়া যাবে।

 খবর পৌঁছচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে

খবর পৌঁছচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে

কীভাবে মানুষের মনের কথা, দলের কর্মীদের অসন্তোষের কথা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে? এক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে নমো অ্যাপ। কারণ সরাসরি নানা তথ্য প্রধানমন্ত্রী মোদী তথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। সব ধরনের মানুষ এতে ফিডব্যাক পাঠাচ্ছেন। তা প্রার্থী বাছাইয়ে বড় ভূমিকা নিচ্ছে।

মধ্যপ্রদেশে নতুন ভাবনা

মধ্যপ্রদেশে নতুন ভাবনা

মধ্যপ্রদেশেও বিজেপি টিকিট দেওয়ার ক্ষেত্রে এখনকার বিধায়কদের আতস কাঁচের তলায় ফেলে জরিপ করছে। বিজেপির ১৬৫জন বিধায়ক রয়েছে। তার মধ্যে ৭০জনকে টিকিট নাও দেওয়া হতে পারে। এই অবস্থায় ২০১৩ সালের জয়ের পুনরাবৃত্তি চাওয়া বিজেপি আগের বারের ২৫ শতাংশ আসনে দেওয়া নতুন প্রার্থীর চেয়েও বেশি আসনে এবার নতুন লোক দিতে চলেছে বলে খবর।

[আরও পড়ুন:রাজস্থান থেকে বিজেপিকে চূড়ান্ত আক্রমণ রাহুলের, ছাড়লেন না মোদীকেও][আরও পড়ুন:রাজস্থান থেকে বিজেপিকে চূড়ান্ত আক্রমণ রাহুলের, ছাড়লেন না মোদীকেও]

রাজস্থানে অবস্থা শোচনীয়

রাজস্থানে অবস্থা শোচনীয়

সূত্রের খবর, সবচেয়ে খারাপ অবস্থা রাজস্থানে। দলের সমীক্ষায় ১৩৭টি আসনকে বি ও সি ক্যাটেগরিতে ফেলা হয়েছে। যার অর্থ এখানে প্রার্থী বদল করলে ভালো হয়। এবং রাজ্যের প্রায় সব মন্ত্রীর বিপদের মুখে রয়েছেন। ২০১৩ সালে ২০০টি আসনের মধ্যে বিজেপি ১২৫জন নতুন মুখ এনেছিল। এবার সম্ভবত আরও বেশি করে নতুনদের দিকে ঝুঁকতে হবে।

[আরও পড়ুন:গ্রামীণ বৈদ্যুতিকরণে মোদী সরকার ! প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ নির্দিষ্ট সময়েই আগেই ][আরও পড়ুন:গ্রামীণ বৈদ্যুতিকরণে মোদী সরকার ! প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ নির্দিষ্ট সময়েই আগেই ]

English summary
NaMo App playing an important role in the ticket distribution for Assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X