নৌ-বায়ু-সেনা বাহিনীকে সংগঠিত করতে তৈরি চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আধিকারিকের নাম ঘোষণা কবে?
আগামী মাসেই ঘোষণা হতে পারে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের নাম। পাশাপাশি বিপিন রাওয়াতে স্থানে আসতে চলা নতুন সেনা প্রধানের নামও ঘোষণা করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর বর্তমান সেনা প্রধান বিপিন রাওয়াতের সময়কাল শেষ হতে চলেছে। তিনি সেদিন অবসরে চলে যাবেন।

কী কী দায়িত্ব থাকবে চিফ অফ ডিফেন্স স্টাফের উপর?
এদিকে চিফ অফ ডিফেন্স স্টাফের কার্যপ্রণালী ও সেই পদে কাকে বসান হবে তা নিয়ে এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্তে আসতে পারেনি প্রধানমন্ত্রীর গঠিত কমিটি। সেই কমিটির প্রধান দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মূলত কারগিল যুদ্ধের পর কে সুব্রামানিয়ামের রিপোর্টের সুপারিশের ভিত্তিতেই এই পদ আনছে সরকার। সরকারকে বায়ুসেনা, নৌসেনা ও সেনার দেশের সুরক্ষার ক্ষেত্রে কার্যপ্রণালীর বিষয়ে অবগত করাই হবে এই পদাধিকারীর কাজ। এবং তাঁর উপদেশ মতই তিন সেনার প্রধান কাজ করবে।

স্বাধীনতা দিবসে এই পদের ঘোষণা করেন প্রধানমন্ত্রী
এর আগে ৭৩তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি গঠন করার কথা জানিয়েছিলেন। তিনি জানান, ৩ বাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন নতুন এই পদাধিকারী। তিনি বলেন, "আমাদের বাহিনী দেশের গর্ব। বাহিনীর মধ্যে যোগাযোগ আরও তীক্ষ্ণ করতে আমি একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চাই। ভারতে চিফ অফ ডিফেন্স স্টাফ পদ- সিডিএস গঠন করা হবে। এর ফলে বাহিনীগুলি আরও কার্যকরী হবে।"

তিন বাহিনীর প্রধান হবেন সিডিএস
চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস পদে আসীন হবেন একজন 'ফোর স্টার' আধিকারিক। আর্মি, নেভি বা বায়ুসেনা যে কোনও বাহিনী থেকেই এই আধিকারিককে বেছে নেওয়া হবে। সিডিএস হবেন প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মধ্যে প্রধান যোগসূত্র। মোদি সরকারের প্রথম পর্যায়ে দু'বছরের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর পদে থাকা মনোহর পারির্কার এই বিষয়টির পক্ষে জোর দিয়েছিলেন। তাঁর উপর দায়িত্ব থাকবে ভারতের ভবিষ্যত্ মিলিটারি প্রয়োজন চিহ্নিত করা এবং সেই মতো কাজ এগোনো, নতুন তৈরি থিয়েটার কমান্ডে ট্রাই- সার্ভিসের অ্যাসেট বন্টন করা এবং তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া।
সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে নভেম্বরেই স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো, জানুন বিস্তারিত