করোনা হটস্পট হিসাবে দ্রুত উঠে আসছে ছত্তিশগড়ের নাম! এক সপ্তাহে দ্বিগুণ সংক্রমণ একাধিক জেলায়
ক্রমেই করোনা উদ্বেগ বাড়ছে গোটা দেশজুড়েই। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫১ লক্ষের গণ্ডিও পার করেছে। দৈনিক আক্রান্তের নিরিখেও প্রায় দেড় মাসের কাছাকাছি সময় ধরে গোটা বিশ্বে শীর্ষ স্থানে ভারত। এমতাবস্থায় ছত্তিশগড়ের করোনা মানচিত্র দেখে বাড়ছে আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে দেশের মধ্যে করোনা ভাইরাসের হটস্পট হিসাবে দ্রুত উপরের দিকে উঠে আসছে এই রাজ্য।

দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর জন্যই করোনা কবলে পড়ে আরও খারাপ হচ্ছে ছত্তিশগড়ের অবস্থা, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। সেখানে এখনও পর্যন্ত প্রায় ৭৪ হাজার করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মারা গেছেন ৬১১ জন। অন্যদিকে সুস্থতার হারও অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম, মাত্র ৪৮.৫ শতাংশ। যদি প্রতি লক্ষ মানুষ পিছুা টেস্টের ক্ষেত্রে এখনও অনেকটাই পিছনের সারিতে রয়েছে ছত্তিশগড়, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ছত্তিশগড়ে এখনও পর্যন্ত প্রতি দশ লক্ষ মানুষ পিছু করোনা টেস্টের সংখ্যা ২৯ হাজার ৪৭৫। তাই নমুণা পরীক্ষার পরিমাণ আরও বাড়লে আক্রান্তের সংখ্যাও যে অচিরেই বাড়বে তা বলাই বাহুল্য। এদিকে ছত্তিশগড়ের বিলাসপুর ও রাজনন্দগাঁও জেলাতে গত এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এখনও পর্যন্ত ১২ হাজারের বেশি করোনা আক্রান্ত নিয়ে রাজ্যের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে রায়পুর।
রাঢ় বঙ্গে শ'য়ে শ'য়ে যোগ বিজেপিতে! গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও