For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Namaste Trump: আহমেদাবাদে মোদী, ট্রাম্পকে সঙ্গে করে যাবেন সবরমতীতে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবরমতী আশ্রম যাবেন প্রধানমন্ত্রী মোাদীকে সঙ্গে করে। এমনটাই জানিয়েছেন শহরের পুলিশ সুপার আশিস ভাটিয়া।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবরমতী আশ্রম যাবেন প্রধানমন্ত্রী মোাদীকে সঙ্গে করে। এমনটাই জানিয়েছেন শহরের পুলিশ সুপার আশিস ভাটিয়া। বিমান বন্দর থেকে রোড শো করার পর মোদী ও ট্রাম্প সবরমতী আশ্রমে যাবেন। এর আগে ট্রাম্পের সবরমতী আশ্রম সফর নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। শুক্রবার মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছিলেন এই ধরনের সফরে হোয়াইট হাউস সূচি ঠিক করে। এদিন সকালে আহমেদাবাদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এয়ারপোর্টে গার্ড অফ অনার

এয়ারপোর্টে গার্ড অফ অনার

পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প বিমানবন্দরে পৌঁছবেন সকাল ১১.৩০ নাগাদ। এয়ারপোর্টেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রোড শো হবে।

স্বল্প সময়ের জন্য সবরমতী আশ্রমে

স্বল্প সময়ের জন্য সবরমতী আশ্রমে

বিমানবন্দর থেকে রোড শোয়ের পর ট্রাম্প যাবেন সবরমতী আশ্রমে। তবে খুব কম সময়ের জন্য। সেখান থেকে রোড শো-এর মাধ্যমে ইন্দিরা ব্রিজ হয়ে পৌঁছে যাবেন মোতেরা স্টেডিয়ামে। এই সবরমতী আশ্রমেই মহাত্মা গান্ধী ছিলেন ১৯১৭ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। এর আগে চিনের প্রেসিডেন্টই হোক কিংবা জাপানের প্রধানমন্ত্রী, সবাই সবরমতী আশ্রমে গিয়েছিলেন। আশ্রমে আমেরিকার প্রেসিডেন্টকে গান্ধীজি এবং চড়কার গুরুত্ব নিয়ে বলা হবে।

মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান

মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান

মোতেরা স্টেডিয়ামে হবে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান। অনেকটা গত সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদীর মতো অনুষ্ঠান।

আহমেদাবাদে ট্রাম্পের সঙ্গে থাকবেন মোদী

আহমেদাবাদে ট্রাম্পের সঙ্গে থাকবেন মোদী

পুলিশ সুপার জানিয়েছেন, আহমেদাবাদে ট্রাম্পের সঙ্গে পুরো সময়টাই থাকবেন মোদী। নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান শেষ করে বিকেল ৩.৩০ নাগাদ ট্রাম্প রওনা দেবেন আগ্রার উদ্দেশে।

English summary
US President Donald Trump will visit Sabarmati Ashram with PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X