For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে শেষ মুহূর্তের চরম নাটকীয়তা মার্কিনিদের! বড় ধাক্কা মোদী শিবিরের

  • |
Google Oneindia Bengali News

প্রথমবার ভারত সফরে আসতে চলেছেন সস্ত্রীক ট্রাম্প। আর তা নিয়ে রীতিমতো উত্তেজনা দিল্লির প্রশাসনিক মহলে। মার্কিন রাষ্ট্রনেতার সম্মানে আয়োজিত সমারোহে যেন এত টুকু ফাঁকফোকড় না থাকে, তার জন্য শেষ মুহূর্তের ব্যস্ততা শুরু হয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির কথাও উঠে এসেছিল। তবে শোনা যাচ্ছে শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় ভারত-মার্কিন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি না ও হতে পারে। এমনই খবর উঠে এসেছে এক প্রথমসারির সংবাদপত্রে।

শেষ মুহূর্তে মার্কিনিরা পিছিয়ে গেল!

শেষ মুহূর্তে মার্কিনিরা পিছিয়ে গেল!

জানা গিয়েছে, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক চুক্তি যে হচ্ছে না , তার জন্য দায়ী মার্কিন প্রশাসন। সমস্ত কূটনৈতিক স্তরে আলোচনার পর শেষ মুহূর্তে এমন চুক্তির রাস্তা থেকে পিছিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র।

কেন পিছিয়ে দেওয়া হল এই চুক্তি?

কেন পিছিয়ে দেওয়া হল এই চুক্তি?

যদিও কেন্দ্রীয় আমলারা এই চুক্তির বিষয়ে খুব একটা মুখ খুলতে চাইছেন না। তবে জানা গিয়েছে, দুই তরফই এই চুক্তি নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্য়ায়ে এসে মার্কিনিরা জানিয়েছেন তাঁরা এর থেকেও বড় দ্বিপাক্ষিক চুক্তিতে রাজি। তাই ট্রাম্পের সফরে যে দ্বিপাক্ষিক চুক্তির আশা মোদী সরকারের ছিল, তা কার্যত হবে বলেই মনে করা হচ্ছে।

দুই পক্ষের কোন কোন শর্ত ছিল?

দুই পক্ষের কোন কোন শর্ত ছিল?

মার্কিন আমলারা চাইছিলেন, ভারতীয় বাজারে মার্কিনি ওষুধের ব্যবসায় যে 'রেস্ট্রিকশন' রয়েছে, তা যেন তুলে দেওয়া হয়। আর ভারত চাইছিল দুই অর্থনীতিই যেন বাজারে নিজেদের সমান দাপট ধরে রাখতে পারে। এক্ষেত্রে একাধিক সেক্টরের প্রসঙ্গ উঠে আসছিল। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে মার্কিনিরা পিছিয়ে আসেন।

 'A টিম' নিয়ে সোমবারই ভারতে ট্রাম্প

'A টিম' নিয়ে সোমবারই ভারতে ট্রাম্প

জানা গিয়েছে, তাঁর A টিম নিয়ে সোমবারই ভারতে পা রাখছেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প। তাঁর সঙ্গে তাঁর পরিবার যেমন থাকতে চলেছে, তেমনই তাঁর Aটিম হিসাবে থাকবেন মার্কিন সচিবরা। থাকবেন মার্কিন কমার্স ও এনার্জি ডিপার্টমেন্টের প্রধান ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সবমিলিয়ে ২৪ ফেব্রুয়ারির আগে মার্কিনিদের এই চুক্তি থেকে সরে আসা মোদী সরকারের জন্য বড়সড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
Namaste Trump Update, On last moment US backed from Trade deal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X