For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সঙ্গে বৈঠকে সিএএ প্রসঙ্গে আলোচনাই করলেন না ট্রাম্প

মোদীর সঙ্গে বৈঠকে সিএএ প্রসঙ্গে আলোচনাই করলেন না ট্রাম্প

Google Oneindia Bengali News

ট্রাম্প ভারতের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। সিএএ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির মৌজপুর, জাফরাবাদ। ট্রাম্পের সফরের দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি। কিন্তু মোদী এবং ট্রাম্পের বৈঠকে সিএএ নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আলোচনায় নেই সিএএ

আলোচনায় নেই সিএএ

মোদী এবং ট্রাম্প মঙ্গলবার হায়দবাদ হাউসে দ্বিতীয়বার বৈঠক করেন। সেখানে একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হলেও সিএএ নিয়ে কোনও আলোচনা হয়নি। এমনই দাবি করেছে বিদেশমন্ত্রক। বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিঙ্গলা জানিয়েছেন, সিএএ নিয়ে কোনও আলোচনা দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়নি। তবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে দুই দেশই এক মত প্রকাশ করেছে। তবে মোদীর প্রশংসায় ট্রাম্প বলেছেন, মোদী একজন শক্তিশালী নেতা এবং তিনি নিজের সিদ্ধান্ত সম্পর্কে যথেষ্ট সচেতন।

সিএএ নিয়ে উত্তাল দিল্লি

সিএএ নিয়ে উত্তাল দিল্লি

এদিকে সিএএ নিয়ে ট্রাম্পের সফরের প্রথম দিন থেকেই উত্তাল দিল্লি। উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ বিরোধী হিংসায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লির জাফরাবাদ, মৌজপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংবাদিকদেরও আক্রান্ত হয়েছে হিংসাত্মক আন্দোলনে। এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

তৎপর প্রশাসন

তৎপর প্রশাসন

দিল্লির পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাস্তায় নামানো হয়েছে আধাসেনা। কেজরিওয়ালের অভিযোগ বহিরাগতরা দিল্লিতে ঢুকে হিংসা ছড়াচ্ছে।

English summary
Namaste Trump: Trump Modi does not discous about CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X