For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে, বললেন ট্রাম্প

  • By
  • |
Google Oneindia Bengali News

দু'দিনের ভারত সফরে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে আছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির বিমান অবতরণ করেছে গুজরাতের আহমেদাবাদে বিমানবন্দরে সোমবার দুপুরে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্ব। এই দু'দিনের সফরে গুজরাত ছাড়াও দিল্লি এবং উত্তরপ্রদেশের আগ্রায় যাবেন মার্কিন রাষ্ট্রপতি। এই সফরের সমস্ত আপডেট একনজরে দেখে নেওয়া যাক।

LIVE নমস্তে ট্রাম্প : হায়দরাবাদ হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর

Newest First Oldest First
8:52 PM, 25 Feb

রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মিলিত হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নেতা-মন্ত্রী ও অন্যান্য অভ্যাগতরা।
5:57 PM, 25 Feb

ভারতে ধর্মীয় স্বাধীনতা আছে। এবং তা রক্ষা করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এমনটাই বললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
5:50 PM, 25 Feb

সাংবাদিক সম্মেলন করছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারত-আমেরিকা করোনাভাইরাস নিয়ে আলোচনা করেছে, জানালেন ট্রাম্প
4:35 PM, 25 Feb

মোদীর সঙ্গে বৈঠকের পর মার্কিন দূতাবাসে ভারতীয় উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প।
4:34 PM, 25 Feb

ট্রাম্প-মোদী বৈঠকে সিএএ নিয়ে কোনও আলোচনা হয়নি। এমনটাই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে।
1:45 PM, 25 Feb

পাশাপাশি দুই দেশ এখন যেভাবে এত কাছাকাছি এসেছে সেজন্য নিজের ও প্রধানমন্ত্রী মোদীর ভাবনা ও দুরদর্শিতাকেই নম্বর দিয়েছেন ট্রাম্প। আগামিদিনে ভারত-মার্কিন সম্পর্ক আরও কাছাকাছি আসবে বলেই ধারণা মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের।
1:44 PM, 25 Feb

ভারতের সঙ্গে একসঙ্গে থেকে এখানকার মহিলাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে আমেরিকা সাহায্য করবে। আর সেকারণেই ইভাঙ্কা ট্রাম্প দুই বছর আগে উদ্যোগপতিদের সম্মেলনে এদেশে আসেন। এমনটাই জানিয়েছেন ট্রাম্প।
1:37 PM, 25 Feb

দুই দেশই প্রতিরক্ষাকে মজবুত করে ব়্যাডিকাল ইসলামিক টেররিজমের বিরুদ্ধে লড়াই করে। প্রেস বিবৃতিতে এমনটাই বললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
1:30 PM, 25 Feb

দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ও মাদক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে লড়বে, জানালেন মোদী।
1:28 PM, 25 Feb

ভাষণ শুরু নরেন্দ্র মোদীর। গত ৮ মাসে এটা ট্রাম্পের সঙ্গে আমার পঞ্চম সাক্ষাৎ, বললেন মোদী। মোতেরায় ট্রাম্পের গ্র্যান্ড অভিবাদনকে কুর্নিশ মোদীর।
1:24 PM, 25 Feb

আর কিছুক্ষণের মধ্যেই যৌথ প্রেস বক্তব্য রাখবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1:15 PM, 25 Feb

প্রথমবার ভারতে আসতে পেরে অভিভূত। দিল্লির স্কুলে পড়ুয়াদের সঙ্গে সময় কাটিয়ে এভাবেই নিজের মুগ্ধতা ব্যাখ্যা করলেন মেলানিয়া ট্রাম্প।
1:04 PM, 25 Feb

দিল্লির স্কুলে ছাত্রছাত্রীদের ভিড়ে মিশে গেলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
12:47 PM, 25 Feb

হায়দরাবাদ হাউসে মোদী-ট্রাম্প বৈঠক শেষ হয়েছে। এবার দুই রাষ্ট্রনেতা প্রেস ভাষণ দেবেন।
12:27 PM, 25 Feb

দিল্লির নানকপুরায় সর্বোদয় কো-এড বিদ্যালয়ে সময় কাটালেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
11:59 AM, 25 Feb

সফরসূচি মেনে দিল্লির একটি বিদ্যালয়ে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
11:37 AM, 25 Feb

রাজঘাটে গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ভিজিটর বুকে ফের একবার ভারত সফরে এসে নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথাই লিখলেন ডোনাল্ড ট্রাম্প।
11:25 AM, 25 Feb

রাজঘাটে গান্ধী সমাধিতে শ্রদ্ধা অর্পণের পর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
10:27 AM, 25 Feb

রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে আমেরিকার প্রেসিডেন্ট। শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধীকে।
10:16 AM, 25 Feb

ট্রাম্পকে স্বাগত জানালেন রামনাথ কোবিন্দ
10:04 AM, 25 Feb

রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
9:44 AM, 25 Feb

রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন ইভাঙ্কা ট্রাম্প
9:42 AM, 25 Feb

আজ মোদী-ট্রাম্প বৈঠক, নজরে কপ্টার চুক্তি
12:21 AM, 25 Feb

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রথমে তিনি নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করলেও পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বয়টকের সিদ্ধান্ত নেন।
9:03 PM, 24 Feb

প্রাক্তন মার্কিন আধিকারিক নিকি হ্যালি ট্রাম্পের ভারত সফরকে স্বাগত জানিয়েছেন।
9:02 PM, 24 Feb

তাজমহল দেখে মুগ্ধ, টুইটে সেকথাই জানালেন ইভাঙ্কা ট্রাম্প।
8:33 PM, 24 Feb

তাজমহল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য ট্যুর গাইড হিসাবে ট্রাম্প ও মেলানিয়াকে দিয়েছেন নিতিন কুমার সিং। সেই অভিজ্ঞতাই সকলকে জানিয়েছেন তিনি।
7:37 PM, 24 Feb

দিল্লি পৌঁছলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প।
7:33 PM, 24 Feb

তাজমহলের চিত্র ট্রাম্পকে উপহার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
5:46 PM, 24 Feb

ট্রাম্পের পাশাপাশি তাজমহল ঘুরে দেখলেন ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জারেড ক্রুশনার।
READ MORE

English summary
Namaste Trump : Live Updates of US President Donald Trump's India, Delhi, Gujarat and Taj Mahal Visit in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X