For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্তির দাবিতে অনশনে বসলেন রাজী গান্ধী হত্যাকাণ্ডে দোষী নলিনী

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত এস নলিনী শ্রীহরণ। গত ২৮ বছর ধরে জেলে রয়েছেন তিনি। শনিবার থেকে ভেল্লোর জেলে নিজের মুক্তির দাবিতে অনশনে বসেছেন নলিনী।

Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত এস নলিনী শ্রীহরণ। গত ২৮ বছর ধরে জেলে রয়েছেন তিনি। শনিবার থেকে ভেল্লোর জেলে নিজের মুক্তির দাবিতে অনশনে বসেছেন নলিনী। শুক্রবার রাতেই জেলের আধিকারিককে চিঠিতে অনশনে বসার কথা জানিেয়ছিলে তিনি। শনিবার সকাল থেকে কোনও খাবার খাননি।
নলিনীর দাবি তিনি এবং তাঁর স্বামী মুরুগান একই জেলে গত ২৮ বছর ধরে সাজা কাটছেন। এবার তাঁরা মুক্তি চান। এরজন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার আবেদনও জানিয়েছেন তিনি। চিঠিেত তিনি আরও লিখেছেন নিজের সন্তানের থেকে ২৮ বছর ধরে তাঁরা দূরে রয়েছেন। কয়েকদিন আগেই অবশ্য মেয়ের বিয়ের জন্য নলিনীকে ২৮ দিনে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

মুক্তির দাবিতে অনশনে বসলেন রাজী গান্ধী হত্যাকাণ্ডে দোষী নলিনী

ইতিমধ্যেই মুরুগানের বাবা চিকিৎসার জন্য ভারতে আসছেন। তাঁর দেখাশোনা করার জন্য প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন নলিনী। তবে শুধু নলিনী নন রাজীব গান্ধীর আরেক হত্যাকারী আরপি রবিচন্দ্রন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের মুক্তির বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। গত ১৪ অক্টোবর রবিচন্দ্রন চিঠিতে মোদীকে লিখেছিলেন একথা। সেখানে তিনি উদাহরণ দিয়েছিলেন শিখ জঙ্গিদের মৃত্যুদণ্ডের সাদা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। কাজেই সরকার চাইলেই তাঁদের দীর্ঘ জেলের সাজা মকুব করা সম্ভব। নলিনীর পাশাপাশি রাজীব গান্ধীহত্যার আরও ৬ জন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কাটছেন।

English summary
Nalini Sriharanhas started a hunger strike inside the Vellore women's prison
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X