For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হৃদয় গেছে চুরি! যুবকের আইনি পদক্ষেপ নিয়ে তুলকালাম

১৯৯৪ সালে শাহরুখ খান অভিনীত 'অঞ্জাম' ফিল্মে একটি বিখ্যাত গান ছিল, 'বড়ি মিশকিল হ্যায় খোয়া মেরা দিল হ্যায়.... যাকে কাহাঁ ম্যায় রটপ লিখাউ কোই বতলায়ে না....'।

  • |
Google Oneindia Bengali News

১৯৯৪ সালে শাহরুখ খান অভিনীত 'অঞ্জাম' ফিল্মে একটি বিখ্যাত গান ছিল, 'বড়ি মিশকিল হ্যায় খোয়া মেরা দিল হ্যায়.... যাকে কাঁহা ম্যায় রটপ লিখাউ কোই বতলায়ে না....'। গোটা গানের লিরিকে প্রশ্ন তোলা হয়েছিল হৃদয় চুরি হলে কোথায় অভিযোগ জানানো যায়? এবার সেই প্রশ্নেরই সম্ভবত উত্তর দিয়ে ফেললেন নাগপুরের এক যুবক। পুলিশের কাছে যুবকের অভিযোগ , তাঁর হৃদয় চুরি হয়ে গিয়েছে, পুলিশকে তা খুঁজে আনতে হবে।

হৃদয় গেছে চুরি! যুবকের আইনি পদক্ষেপ নিয়ে তুলকালাম

যুবকের হৃদয়-চুরি কাণ্ডে আপাতত তুলকালাম নাগপুরে। সোজা পুলিশ স্টেশনে গিয়ে যুবক দাবি জানিয়েছেন, তাঁর হৃদয় চুরি করেছে এক মেয়ে, আর সেই হৃদয়-চোরকে খুঁজে বার করে দিতেই হবে। এদিকে, খাতায় কলমে এমন আজব অভিযোগ জমা পড়ায় রীতিমত অবাক পুলিশ প্রশাসন! পুলিশ কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে যুবককে জানিয়ে দিয়েছেন, জিনিস চুরি যাওয়া নিয়ে আইনি ধারা থাকলেও হৃদয়-চুরি নিয়ে কোনও আইন নেই এদেশে!

পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, ওই যুবককে কোনওভাবেই সাহায্য করতে পারবে না পুলিশ। নাগপুরের পুলিশ কমিশনার ভূষণকুমার উপাধ্যায় এই অদ্ভুত অভিযোগের কথা জানিয়েছেন । তিনি এক অন্য চুরির ঘটনা সম্পর্কে প্রেস কন্ফারেন্স করার সময় এই ঘটনার কথা জানিয়ে বলেন, 'চুরি যাওয়া জিনিস আমরা ফেরত দিতে পারি, কিন্তু এই ধরনের অভিযোগ এলে সেই সমস্যা সমাধান করা মুশকিল! '

English summary
Nagpur youth asks cops to find his 'stolen' heart, police says no law yet to deal with complaint.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X