আরএসএসের অস্ত্রপুজোয় মোদীর মন্ত্রিসভার মন্ত্রী
বিজয়া দশমী উপলক্ষ্যে আরএসএসের দপ্তরে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছিল অস্ত্রপুজোর। এবারে সঙ্ঘের সেই অস্ত্রপুজোয় সামিল হলেন মোদীর মন্ত্রিসভার মন্ত্রীও। মহারাষ্ট্রের নাগপুরে অস্ত্রপুজোর সেই এলাহি আয়োজনে এবার সামিল হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতির গড়করি। নীতিন গড়করি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তার আগে বিজেপি শিবিরের এই দুই হেভিওয়েট নেতার সঙ্ঘের অস্ত্রপুজোয় উপস্থিত থাকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিকরা। কারণ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিেয় গত কয়েক সপ্তাহ ধরে দুই শিবসেনা এবং বিজেপির মধ্যে যে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা একমাত্র সঙ্ঘ পরিবারের হস্তক্ষেপে স্তিমিত হতে পারে।
[বিজেপিতে বিশ্বাস রেখেছে দেশ! দশমীতে বার্তা দিয়ে আরও যা বললেন মোহন ভগবত]
দশেরার অস্ত্র পুজোয় সামিল হয়ে সেই সমীকরণটাই তৈরি করতে চাইছে বিজেপি। এমনই মনে করা হচ্ছে।
যদিও বিজেপির দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সঙ্ঘ। প্রতিবারের মতোই এবারও বিজেপির নেতারা সামিল হয়েছেন বলে দাবি করেছেন তাঁরা।
[ উত্তর প্রদেশে বিজেপির শাসন কতদিন, বার্তা দিলেন যোগীর সহকারী]