For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের রাজ্যে হোটেল বিভ্রাটে মোদী, কীভাবে হল মুশকিল আসান, হাফ ছাড়ল বিজেপি

দক্ষিণ ভারতে গিয়ে অস্বস্তিতে পড়তে হল নরেন্দ্র মোদীকে। থাকার হোটেল পেলেন না তিনি। পরে অন্য হোটেলে থাকার ব্যবস্থা করতে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

যদি মনে করেন প্রধানমন্ত্রী বলে যেখানে চাইবেন থাকতে পারবেন নরেন্দ্র মোদী, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। অন্তত দক্ষিণ ভারতে মোদীর দাপট সেরকম নেই। রাহুল গান্ধী ভোট সমীক্ষায় দক্ষিণ ভারতে মোদীর চেয়ে এগিয়ে রয়েছেন। এবার অন্য ঘটনায় দক্ষিণ ভারতে গিয়ে অস্বস্তিতে পড়তে হল নরেন্দ্র মোদীকে।

প্রধানমন্ত্রীকে থাকার জায়গা দিল না মাইসোরের হোটেল

কর্ণাটকের মাইসোর সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। ১৯-২০ ফেব্রুয়ারি আসন্ন বিধানসভা নির্বাচনের আসে মোদীর দুদিনের রাজ্য সফর। সঙ্গে সভাও করবেন তিনি। সেজন্য মোদী ও সঙ্গে লোকজনদের থাকার জন্য হোটেল ললিতা মহল প্যালেসে ঘর বুকিং করার জন্য যোগাযোগ করা হয়। তবে হোটেল কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দেয়, মোদীকে ঘর দিতে পারবেন না।

এর পিছনে অবশ্য রাজনীতি নেই। আসলে ঘটনা হল, বিয়ের অনুষ্ঠানের জন্য হোটেলের ঘরগুলি আগেই বুকিং হয়ে গিয়েছে। তাদের উচ্ছেদ করে প্রধানমন্ত্রীকে ঘর দিতে রাজি হননি হোটেলের জেনারেল ম্যানেজার জোসেফ মাথিয়াস।

মোদীর সফরের দিন ও বিয়ের দিন একই হয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষ অন্য কোথাও ঘর দেখে নিতে বলে। বলা হয়, হোটেলে মাত্র তিনটি ঘর দেওয়া যেতে পারে। তবে প্রধানমন্ত্রীর মতো হাইপ্রোফাইল অতিথির জন্য লোকজন ও নিরাপত্তা ব্যবস্থা ধরে এই ঘর যথেষ্ট হবে না।

বাধ্য হয়ে মোদীর জন্য তাই পাশের হোটেল রাডিসন ব্লুতে থাকার ব্যবস্থা করতে হয়েছে। সেখানেও একটি বিয়ে ছিল। তবে সেই পরিবারকে বিয়ের সময় কাটছাঁটস করে এগিয়ে-পিছিয়ে নিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সফর অনুযায়ী।

English summary
Mysuru hotel turned away PM Narendra Modi as guest as it is already housefull
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X