For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিডিয়াকে হুমকি, হাওয়া খারাপ বুঝে ডিগবাজি সুশীল শিন্ডের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সুশীল শিন্ডে
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: আগে বলেছিলেন, বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে গুঁড়িয়ে দেবেন। হাওয়া খারাপ বুঝে এখন ডিগবাজি মেরে সুশীলকুমার শিন্ডে বললেন, তিনি সোশ্যাল মিডিয়ার কথা বলতে চেয়েছিলেন। সাংবাদিকদের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই।

রবিবার রাতে মহারাষ্ট্রের শোলাপুরে কংগ্রেসের একটি কর্মীসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সুশীলকুমার শিন্ডে বলেছিলেন, "তিন-চার মাস ধরে কিছু কিছু বৈদ্যুতিন মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বড্ড বাড় বেড়েছে এরা। আমরা এই সব মিডিয়াগুলিকে গুঁড়িয়ে দেব। মনে রাখবেন, আমাদের অধীনে গোয়েন্দা দফতর রয়েছে। আমি জানি কে বা কারা এ সব করছে, আর কেন করছে।"

গোটা ঘটনাটি নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করেন স্থানীয় এক সাংবাদিক। তার পর তিনিই তা তুলে দেন বিভিন্ন টিভি চ্যানেলের হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি টিভি-তে সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে কংগ্রেস হাইকমান্ড। ভোটের আগে এমন মন্তব্য যে দলের ক্ষতি করবে, তা বোঝানো হয় সুশীলকুমার শিন্ডেকে। নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে। তার পরই সুর নরম করেন মহারাষ্ট্রের এই প্রবীণ কংগ্রেসি।

তিনি সাফাই দিয়ে বলেছেন, "আমি সোশ্যাল মিডিয়ার কথা বলেছিলাম। কারণ এখানে যা খুশি তাই লেখা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। বৈদ্যুতিন মিডিয়ার বিরুদ্ধে আমি কিছু বলতে চাইনি। বৈদ্যুতিন মিডিয়ার সাংবাদিকরা আমার ভালো বন্ধু। বৈদ্যুতিন মিডিয়া বলতে আমি যা বলেছিলাম, তাতে সোশ্যাল মিডিয়াই বোঝা উচিত ছিল। আমি দুঃখিত।" কিন্তু প্রবীণ সাংবাদিকদের মতে, প্রিন্ট মিডিয়া বলতে যেমন খবরের কাগজকে বোঝায়, তেমনই বৈদ্যুতিন মিডিয়া বলতে টিভি চ্যানেলকে বোঝায়। পরিস্থিতির চাপে এখন বৈদ্যুতিন মিডিয়া নিয়ে ভিন্ন ধরনের সংজ্ঞা আমদানি করছে তিনি।

হঠাৎ এমন কথা কেন-ই বা বলতে গেলেন তিনি? ওয়াকিবহাল মহলের বক্তব্য, বৈদ্যুতিন মিডিয়ার জনমত সমীক্ষায় দেখানো হচ্ছে, আসন্ন লোকসভা ভোটে ভরাডুবি হবে কংগ্রেসের। এতেই গোঁসা হয়েছে কংগ্রেস নেতাদের। তারই প্রতিফলন ঘটেছে সুশীলকুমার শিন্ডের মন্তব্যে!

English summary
My tirade is against social media, not electronic media, clariefies Sushil Shinde
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X