For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী, পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে একহাত নিলেন অরবিন্দ কেজরিওয়াল

Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনে আপের প্রতিদ্বণ্দ্বী বিজেপি আর দেশের প্রধানমন্ত্রীও বিজেপির নরেন্দ্র মোদী। আর সেই মোদীর পাশেই দাঁড়ালেন রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন, 'মোদী আমারও প্রধানমন্ত্রী।’ একসময় সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়ে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিতর্কও হয়েছিল তাঁকে নিয়ে। কিন্তু এখন সবকিছু ভুলে আপ প্রধান মোদীর রক্ষা কবচ হয়ে উঠলেন।

মোদীর পাশে কেজরিওয়াল


মোদীকে আক্রমণ করেছেন পাকিস্তানের মন্ত্রী। দিল্লি নির্বাচনে মোদীকে হারানোর বার্তা দিয়েছেন তিনি। সেই পাক মন্ত্রী ফওয়াদ হুসেন চৌধুরীর বিরুদ্ধে এবার মুখ খুললেন স্বয়ং কেজরিওয়াল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সভায় গিয়ে বলেন, '‌যুদ্ধে সাত দিনেই পাকিস্তানকে হারিয়ে দিতে পারে ভারত।’‌ আর তারপরই পাকিস্তানের তরফে কড়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফওয়াদ হুসেন চৌধুরী টুইট করে লেখেন, 'মোদীকে অবশ্যই হারিয়ে দেওয়া উচিৎ ভারতবাসীর। দিল্লি হারানোর ভয়ে মোদী অদ্ভুত সব দাবি করছেন। কাশ্মীর ইস্যুতে ভিতরের এবং বাইরের চাপে মোদী ভারসাম্য হারিয়েছেন।’

এরপরই রুখে দাঁড়িয়েছেন কেজরিওয়াল। তিনি টুইট করেন, 'নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। আমারও প্রধানমন্ত্রী তিনি। দিল্লির ভোট ভারতের আভ্যন্তরীণ বিষয়। সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। পাকিস্তান যতই চেষ্টা করুক, ভারতের ঐক্য তারা নষ্ট করতে পারবে না।’ পাকিস্তানের বিজ্ঞান–প্রযুক্তি মন্ত্রী ফওয়াদ হুসেন চৌধুরি এর আগেও বিতর্কিত মন্তব্য করে ভারতকে আক্রমণ করেছে। যদিও অধিকাংশ সময়ে তিনি নিজেই ট্রোলড হয়েছেন নিজের মন্তব্যকে কেন্দ্র করে। তিনি এক মন্তব্যে জানান যে লাহোর ও ইসলামাবাদের দূষণের জন্য নরেন্দ্র মোদী দায়ি। তাঁর এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে হাসির খোরাক হতে হয়।

English summary
Pak minister attacks, narendra modi, Kejriwal fires back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X