For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেক্রেড গেমস' বিতর্কে রাজীব গান্ধীকে নিয়ে মুখ খুলে আবেগঘন রাহুল

অনুরাগ কশ্যপ পরিচালিত ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস ' নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম বিতর্ক। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে উদ্দেশ্য করে এই সিরিজে কটূক্তি করা হয় বলে অভিযোগ উঠতে সুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

অনুরাগ কশ্যপ পরিচালিত ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস ' নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম বিতর্ক। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে উদ্দেশ্য করে এই সিরিজে কটূক্তি করা হয় বলে অভিযোগ উঠতে সুরু করেছে। এ নিয়ে ফিল্ম নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কলকাতায়। অভিযোগটি তোলেন এক প্রদেশ কংগ্রেস নেতা । এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজীবপুত্র রাহুল।

সেক্রেড গেমস বিতর্কে রাজীব গান্ধীকে নিয়ে মুখ খুলে আবেগঘন রাহুল

জুলাই মাসের ৬ তারিখ থেকে নেটফ্লিক্সে শুরু হয়েছে নতুন ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস'। সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্রটির নাম গণেশ গায়তোন্ডে। এই চরিত্রটির সংলাপে রাজীব গান্ধী সম্পর্কে কটূক্তি উঠে আসে, আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আর বিতর্ক ঘিরে নিজের বক্তব্য এবার পেশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট-এ জানান, রাজীব গান্ধী দেশের জন্যই লড়েছেন দেশের জন্যই প্রাণ দিয়েছেন। একটি ওয়েব সিরিজ কখনওই রজীব গান্ধীর অবদানকে পাল্টে দিতে পারে না।

এখানেই শেষ নয়। নিজের টুইটে রাহুল গান্ধী আরএসএস ও বিজেপি-কেও একহাত নেন। বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে , গেরুয়া শিবিরকেও তিনি এই একই টুইটে নিশানায় রাখেন। উল্লেখ্য, 'সেক্রেড গেমস' বিরুদ্ধে তথ্য তছরূপের অভিযোগ উঠেছে। পাশাপাশি,এই সিরিজটি শালীনতার সীমা ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে।

English summary
My father lived and died for India says Rahul Gandhi on 'Sacred Games' row.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X