For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহা-খেলা উদ্ধবের! শিবসেনার ১২ বিধায়ককে অযোগ্য ঘোষণার জন্য চিঠি ডেপুটি স্পিকারকে, গুরুত্বপূর্ণ কয়েকটি দিক

মহারাষ্ট্রে (Maharashtra) এখন চলছে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) আর একনাথ শিন্ডের (Eknath Shinde) মধ্যে চাপ তৈরির খেলা। সূত্রের খবর অনুযায়ী, সরকারের তরফে শিবসেনার ১২ বিধায়ককে অযোগ্য ঘোষণার জন্য বিধানসভার (assembly)

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে (Maharashtra) এখন চলছে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) আর একনাথ শিন্ডের (Eknath Shinde) মধ্যে চাপ তৈরির খেলা। সূত্রের খবর অনুযায়ী, সরকারের তরফে শিবসেনার ১২ বিধায়ককে অযোগ্য ঘোষণার জন্য বিধানসভার (assembly) ডেপুটি স্পিকারের কাছে চিঠি (letter) দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন একনাথ শিন্ডেও। এই মুহূর্তে গুয়াহাটিতে বিদ্রোহী শিবসেনা বিধায়কের সংখ্যা ৪০-এ বেশি।

যাঁদের অযোগ্য ঘোষণার দাবি

যাঁদের অযোগ্য ঘোষণার দাবি

সরকার পক্ষের তরফে যাঁদের অযোগ্য ঘোষণার দাবিতে চিঠি দেওয়া হয়েছে, তাঁরা হলেন, একনাথ শিন্ডে, তানাজি সাওয়ন্ত, মহেশ শিন্ডে, আব্দুল সাত্তার, সন্দীপানরাও ভুমরে, ভারতশেট গোগাওয়ালে, সঞ্জয় শিরসাত, ইয়ামিনী যাদব, লতা চন্দ্রকান্ত, অনিল বাবর, প্রকাশ সুরভে এবং বালাজি কিনিকার।তবে মহারাষ্ট্রের এমভিএ সরকারের এই আবেদনে কিছুটা মুশকিলে পড়তে পারে একনাথ শিন্ডে শিবির। কেননা তাদের কোনও আবেদনে ব্যবস্থা নেওয়ার আগে সরকার পক্ষের আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ডেপুটি স্পিকারকে।

ভয় দেখানোর চেষ্টা

ডেপুটি স্পিকারের কাছে ১২ জন বিধায়ককে অযোগ্য ঘোষণার জন্য চিঠি দেওয়ার খবর পাওয়ার পরে একনাথ শিন্ডে বলেছেন, ভয়ে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু কাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, প্রশ্ন করেছেন একনাথ। তিনি বলেন, আইন তাঁরাও জানেন। একনাথ বলেছেন, সংবিধানের দশম তফশিল অনুযায়ী হুইপ হল বিধানসভার কাজে জন্য, বৈঠকের জন্য নয়। এব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা বলেছেন একনাথ শিন্ডে।

ইতিমধ্যেই একনাথের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক

ইতিমধ্যেই একনাথের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক

দলভাঙানোর জন্য একনাথ শিন্ডের প্রয়োজন ছিল দুই তৃতীয়াংশের সমর্থন। বিধানসভায় শিবসেনার ৫৫ সদস্যের মধ্যে ইতিমধ্যে সেই সমর্থনের জন্য ৩৭ জন বিধায়ককে সঙ্গে পেয়ে গিয়েছেন একনাথ। বলা ভাল বিধায়কদের সমর্থন ৪০ পেরিয়ে গিয়েছে। মহারাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে শিবসেনার প্রতিষ্ঠার পরে ৫৭ বছরের মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে। তবে একনাথ শিবিরের ওপরে চাপ বাড়াতে মহা বিকাশ আঘাডির তরফে দাবি করা হয়েছিল বিদ্রোহী শিবিরের অন্তত ১৭ জন বিধায়ক তাদের দিকে ফিরে আসতে তৈরি। যদিও একনাথ শিন্ডে বলেছেন, ৪০ জন বিধায়কের কেউই তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন না। পাশাপাশি তিনি দাবি করেছেন, তাঁদের শিবিরে আরও বিধায়ক যোগ দিতে চলেছেন।

সরকার টিকে যাবে, দাবি পাওয়ারের

সরকার টিকে যাবে, দাবি পাওয়ারের

সম্পূর্ণ ভিন্ন মেরুর দল শিবসেনাকে নিয়ে জোট করে অসাধ্যসাধন করেছিলেন মহারাষ্ট্র স্ট্রংম্যান শরদ পাওয়ার। তিনিই দাবি করেছেন মহারাষ্ট্রের এমভিএ সরকার টিকে যাবে। সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, ফ্লোর টেস্টে প্রমাণ হয়ে যাবে কার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি বলেন, সবাই জানেন বিদ্রোহী শিবসেনা বিধায়কদের প্রথমে গুজরাতে এবং পরে অসমে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করেন, এই কাজে সাহায্য করেছে অসম সরকার।

দাবি বিবেচনার ফাঁদ সঞ্জয় রাউতের

দাবি বিবেচনার ফাঁদ সঞ্জয় রাউতের

এত সবকিছুর মধ্যে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, বিদ্রোহী বিধায়করা মুম্বই ফিরে গেলে তারা এমভিএ জোট ছাড়তে পারেন। তিনি বলেছেন, যদি শিবসেনা বিধায়করা মনে করেন এমভিএ থেকে বেরিয়ে যাওয়া উচিত এবং তাঁরা মুম্বই ফিরে আসেন, তাহলে তাঁদের দাবি বিবেচনা করা হবে। তিনি বিদ্রোহী বিধায়কদের উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলার জন্য আবেদন করেছেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার উদ্ধাব ঠাকরের ডাকা বৈঠকে মাত্র ১৩ জন দলীয় বিধায়ক উপস্থিত ছিলেন।

দুই প্রাপ্ত বয়স্কের বিবাহ-বন্ধন! প্রয়োজন নেই পরিবার-সহ অন্য কারও সম্মতির, রায় আদালতেরদুই প্রাপ্ত বয়স্কের বিবাহ-বন্ধন! প্রয়োজন নেই পরিবার-সহ অন্য কারও সম্মতির, রায় আদালতের

English summary
MVA sends letter to Deputy Speaker to disqualify 12 Shiv Sena MLAs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X