For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুজফফরপুর হোম মামলায় বিহার পুলিশকে তুলোধোনা শীর্ষ আদালতের

বিহারের মুজফফরপুর শেল্টার হোম মামলায় পুলিশের অপদার্থতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত।

  • |
Google Oneindia Bengali News

বিহারের মুজফফরপুর শেল্টার হোম মামলায় পুলিশের অপদার্থতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত। মামলায় অন্যতম অভিযুক্ত তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মঞ্জু বর্মাকে কেন গ্রেফতার করেনি পুলিশ তা নিয়ে আদালত রীতিমতো কটাক্ষ করেছে। এই বিষয়ে আগামী ২৭ নভেম্বর ডিজিপিকে আদালতে জবাবদিহি করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

আদালত বলেছে, অসাধারণ! কেন্দ্রীয় মন্ত্রীকে কেউ খুঁজে পেল না। তিনি নিখোঁজ অথচ কেউ কিছু জানতে পারলেন না। একজন কেন্দ্রীয় মন্ত্রী নিখোঁজ। এই ঘটনার তাৎপর্য আপনারা বোঝেন? পাল্টা প্রশ্ন করেন বিচারপতি মদন বি লোকুর।

তীব্র অসন্তোষ প্রকাশ

তীব্র অসন্তোষ প্রকাশ

এই মামলায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করে মুখ্যসচিবকে একইদিনে হাজিরা দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। রাজ্যে যে সবকিছু ঠিক পথে নেই তা মনে করিয়ে দিয়েছেন বিচারপতি লোকুর।

পুলিশকে তিরস্কার

পুলিশকে তিরস্কার

এর আগে রাজ্য পুলিশ মঞ্জু বর্মাকে খুঁজে পায়নি বলে জানায়। তিনি মন্ত্রী বলে এই নিয়ম কিনা তা জানতে চেয়েছে আদালত। মূলত কেন যৌন হেনস্থার অভিযোগ সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি, তাই জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রীর স্বামী অভিযুক্ত

মন্ত্রীর স্বামী অভিযুক্ত

প্রসঙ্গত, বিহারের শেল্টার হোমে ৪০জন নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই হোমের মালিক ব্রজেশ ঠাকুরের পরিচিত হলেন মঞ্জু বর্মার স্বামী চন্দ্রশেখর বর্মা।

মঞ্জু বর্মার বাড়িতে কার্তুজ

মঞ্জু বর্মার বাড়িতে কার্তুজ

এরপরে মঞ্জু বর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ কার্তুজ উদ্ধার করে। অস্ত্র আইনে মামলা হয়। তবে মন্ত্রী মঞ্জুকে পুলিশ নাকি খুঁজে পায়নি। যার জেরে সুপ্রিম কোর্টের তিরস্কার শুনতে হল।

English summary
Muzaffarpur shelter abuse case : Supreme Court lashed out at Bihar administration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X