For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জননিয়ন্ত্রণ কর্মসূচিতে এসে মোদী সরকারের জন্মনিয়ন্ত্রণ নীতিকে গাল বিজেপি বিধায়কের, দেখুন ভিডিও

মুজফ্ফরনগরের এই বিজেপি বিধায়ক বিক্রম সাইনি খাটাউলি বিধানসভা ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ নিয়ে এক কর্মসূচিতে এই কথা বলেন। কেউ একজন সাইনির সেই বক্তব্য মোবাইলে রেকর্ড করে নেয়।

Google Oneindia Bengali News

জননিয়ন্ত্রণ কর্মসূচি। আর তাতে এসে জন্মনিয়ন্ত্রণ নিয়ে সরকারী নীতিকেই তুলোধনা করলেন বিজেপি বিধায়ক। এমনকী, সমস্ত হিন্দুদের একাধিক সন্তানের পিতা-মাতা হওয়ারও কথা বলেন তিনি। নিজের স্ত্রীকেও নাকি তিনি সন্তানের পর সন্তানের জন্ম দিতে বলেছেন বলেও দাবি করেন এই বিজেপি বিধায়ক।

 জননিয়ন্ত্রণ কর্মসূচিতে এসে মোদী সরকারের জন্মনিয়ন্ত্রণ নীতিকে গাল বিজেপি বিধায়কের, দেখুন ভিডিও

মুজফ্ফরনগরের এই বিজেপি বিধায়ক বিক্রম সাইনি খাটাউলি বিধানসভা ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ নিয়ে এক কর্মসূচিতে এই কথা বলেন। কেউ একজন সাইনির সেই বক্তব্য মোবাইলে রেকর্ড করে নেয়। এখন তা সোশ্যাল মিডিয়ার দৌলতে চারিদিকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়ে উঠেছে সেই ভিডিও।

বিজেপি-র বিধায়কের অভিযোগ, জন্মনিয়ন্ত্রণ নিয়ে সকলের জন্য একই আইন হওয়া উচিত। কিন্তু, হিন্দুরা জন্মনিয়ন্ত্রণে সরকাররের নীতিকে মেনে চললেও অন্য়ান্য জাতির লোকজন তা মানছেন না। তাই সাইনির নিদান, যত খুশি সন্তানের জন্ম দিন। ১ বা ২-এ না থেমে বরং আরও এগিয়ে চলুন।

 জননিয়ন্ত্রণ কর্মসূচিতে এসে মোদী সরকারের জন্মনিয়ন্ত্রণ নীতিকে গাল বিজেপি বিধায়কের, দেখুন ভিডিও

যতদিন জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কোনও আইন লাগু হচ্ছে ততদিন পর্যন্ত এই ছাড় আছে বলে সভায় জানিয়েও দেন সাইনি। এই বিজেপি বিধায়কের দাবি, দুই সন্তানের সরকারি নীতি একমাত্র হিন্দুরাই মেনে চলে। অন্য জনজাতিগুলো এর ধারও ধারে না। তিনি বলেন, 'দুই সন্তানের জন্মের পর আমার স্ত্রী বলেছিল এটাই যথেষ্ট। আমি বলেছি থামলে চলবে না। আমার মতে চার-পাঁচ সন্তান অন্তত থাকা উচিত।'

বিক্রম সাইনি বরাবরই তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। জানুয়ারি মাসেই তিনি বলেছিলেন 'হিন্দুস্তান শুধুমাত্রা হিন্দুদের, মুসলমানদের উচিত পাকিস্তানে চলে যাওয়া।'

'দুই সন্তান'-এর নীতি নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। দেশজুড়ে যাতে এই নীতি আইন করে লাগু করানো হয় তার জন্য এই পিআইএল-এ সওয়াল করা হয়েছে। সরকার যাতে পরিবার পরিকল্পনাকে বেশি পরিমাণে প্রচার করে এবং সমস্ত দেশবাসীকে যাতে দুই সন্তানের নীতিতে উদ্বুদ্ধ করতে পারে তাও উল্লেখ করা হয়েছে এই আবেদনপত্রে। অপরিকল্পিত পরিবার পরিকল্পনা যে শুধু উৎপাদনের উপরই প্রভাব পড়ছে তা নয় সেইসঙ্গে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। সঙ্কটে পড়ছে বিশ্ব। এমন সব বিষয়ও এই পিআইএল-এ তুলে ধরা হয়েছে।

এই পরিস্থিতিতে বিক্রম সাইনি যত খুশি সন্তানের জন্ম দেওয়ার নীতি দেশের পরিস্থিতির উপরে খারাপ প্রভাব বিস্তার করবে বলেই মনে করা হচ্ছে।

English summary
While the country's burgeoning population remains a major concern for the policymakers, a BJP lawmaker wants people to have more children.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X