For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছরের আগেই ভ্যাকসিনের কার্যকারিতা অকেজো হয়ে পড়তে পারে, আশঙ্কা নতুন সমীক্ষায়

এক বছরের আগেই ভ্যাকসিনের কার্যকারিতা অকেজো হয়ে পড়তে পারে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের মিউটেশনগুলি কোভিড–১৯ ভ্যাকসিনের কার্যকারিতাকে এক বছর বা তার কম সময়ের আগে অকেজো করে দেবে। এরকমটাই জানিয়েছে ৭৭ জনের দুই–তৃতীয়াংশ মহামারিবিদ, ভায়রোলজিস্ট এবং রোগ সংক্রমক বিশেষজ্ঞ। এই ২৮টি দেশের বিশেষজ্ঞরা পিপল’‌স ভ্যাকসিন অ্যালায়েন্স সমীক্ষা করেছে। মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্ট বিশ্বের কাছে আর এক ঝুঁকি সম্ভাবনা তৈরি করেছে এবং কোভিড–১৯ থেকে মানুষকে রক্ষা করতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দিতে ব্যর্থ হওয়ার বিষয়টিও উঠে এসেছে।

গবেষকদের মত

গবেষকদের মত

এই সমীক্ষায়, প্রায় এক তৃতীয়াংশ বিশেষজ্ঞ নয় মাস বা তার কম সময়ের সময়সীমা দিয়েছে। অন্যদিকে, আটজনের মধ্যে কিছুজন জানিয়েছেন যে তাঁদের বিশ্বাস মিউটেশনগুলি কখনই বর্তমান ভ্যাকসিনের কার্যকারিতার ওপর প্রভাব ফেলবে না। ৮৮ শতাংশ জানিয়েছে বহু দেশে ক্রমাগত কম ভ্যাকসিন কভারেজের ফলে ভ্যাকসিন প্রতিরোধী মিউটেশনগুলির উপস্থিতি আরও বেশি হয়ে যায়। এমন যদি হয়, গণটিকাকরণে বর্তমান স্ট্রেনগুলিকে একসঙ্গে শেষ করে দেওয়া যায়, তা হলেই মুক্তি। নয়তো নতুন স্ট্রেন তৈরি হতেই থাকবে। কিন্তু বিশ্বজুড়ে একসঙ্গে গণটিকাকরণের কোনও সম্ভাবনা নেই

১০ শতাংশ মানুষ টিকা পাবে আগামী বছর

১০ শতাংশ মানুষ টিকা পাবে আগামী বছর

আফ্রিকান, অক্সফাম ও আনএইডস সহ ৫০টি সংগঠনের সমন্বয়ে পিপল'‌স ভ্যাকসিন অ্যালায়েন্স ভ্যাকসিনের বর্তমান হার সম্পর্কে সতর্ক করে জানিয়েছে যে আগামী বছর অধিকাংশ দরিদ্র দেশগুলির ১০ শতাংশ মানুষকে টিকাকরণ করা হবে। সমীক্ষায় অংশগ্রহণকারী গবেষকদের তিন-চতুর্থাংশ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন যে বিশ্বজুড়ে ভ্যাকসিন কভারেজ বৃদ্ধি করতে হলে প্রযুক্তি ও টিকাকরণ প্রক্রিয়ার কৌশল সব দেশের সঙ্গে শেয়ার করতে হবে।

 ভ্যাকসিনকে অকার্যকর করে তোলে

ভ্যাকসিনকে অকার্যকর করে তোলে

ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিশ্ব জনস্বাস্থ্যের অধ্যাপক দেবী শ্রীধর বলেন, '‌ভাইরাস যতবেশি ছড়াতে থাকে ততবেশি এর ভোল বদল ও বৈশিষ্ট্য পরিবর্তনের সম্ভাবনা থাকে, যা আমাদের বর্তমান ভ্যাকসিনকে অকার্যকর করে দেয়। একই সময়ে দরিদ্র দেশগুলি ভ্যাকসিন ছাড়া ও অক্সিজেনের মতো প্রাথমিক মেডিক্যাল সরবরাহ ছাড়া পেছনে পড়ে রয়েছে।' তিনি আরও বলেন, '‌আমরা যা গবেষণায় পেয়েছি, ভাইরাস কোনও সীমারেখা মানে না। আমাদের যতটা সম্ভব বেশি মানুষকে টিকাকরণ করতে হবে। বিশ্বের সমস্ত জায়গায়, যত দ্রুত সম্ভব।‌ অপেক্ষা ও দেখার চেয়ে কিছু করা ভালো।'‌

 শক্তিশালী হচ্ছে মিউটেশনগুলি

শক্তিশালী হচ্ছে মিউটেশনগুলি

ইয়ালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগ গনসালভেস জানিয়েছেন যে ভ্যাকসিন অকার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই। তিনি বলেন, '‌বিশ্বের লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত, নতুন মিউটেশন আসছে প্রতিদিন। কখনও কখনও তারা তাদের পূর্বসূরীদের চেয়েও আরও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে।'‌ তিনি আরও বলেন, '‌এই ভাগ্যবান ভ্যারিয়ান্টগুলি আরও দক্ষতার সঙ্গে সংক্রমিত হতে পারে এবং আগের ভাইরাসের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করার সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা বিশ্বকে টিকাকরণের প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসি তবে আমরা এই মিউটেশনগুলির খেলার মাঠ আরও প্রশস্ত করে দেব। তবে এই মিউটেশনগুলির সঙ্গে লড়াই করতে হলে ভ্যাকসিন শটগুলির প্রয়োজন রয়েছে।'‌

রণক্ষেত্র বারাকপুরে আক্রান্ত রাজ-শুভ্রাংশু, গুলি চালানো নিয়ে রিপোর্ট তলব কমিশনেররণক্ষেত্র বারাকপুরে আক্রান্ত রাজ-শুভ্রাংশু, গুলি চালানো নিয়ে রিপোর্ট তলব কমিশনের

English summary
mutations could render covid vaccines ineffective in a year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X