For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনন্তনাগে মৃত ৫ সিআরপিএফ জওয়ান! হামলায় বিমান অপহরণে যুক্ত জঙ্গি নেতা

অনন্তনাগের সিআরপিএফ-এর ওপর হামলার দাবি করেছে জঙ্গি নেতা মোস্তাক আহমেদ জারগারের সংগঠন অল ওমর মুজাহিদিন।

  • |
Google Oneindia Bengali News

অনন্তনাগের সিআরপিএফ-এর ওপর হামলার দাবি করেছে জঙ্গি নেতা মোস্তাক আহমেদ জারগারের সংগঠন অল ওমর মুজাহিদিন। পরিচয় ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে এই মোস্তাককে ১৯৯৯ সালে বিমান অপহরণে হাফিজ সইদের সঙ্গে মুক্ত করতে বাধ্য হয়েছিল ভারত সরকার। এমনটাই প্রকাশিত হয়েছে ইন্ডিয়া টুডে-র রিপোর্টে। অনন্তনাগে জঙ্গি হামলায় ৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল।

কে এই মোস্তাক আহমেদ জারগার

কে এই মোস্তাক আহমেদ জারগার

অল ওমর মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর নেতা। যদিও বর্তমানে সংগঠনটি অবলুপ্ত বলেই জানা গিয়েছে। ১৯৯৯-এর ডিসেম্বরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট অপহরণ করে ১৫০ জনকে বন্দি করা হয়েছিল। সেই কাণ্ডে মাসুদ আজহারের সঙ্গে আরও তিন জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভারত। তাদের মধ্যেই ছিল এই মোস্তাক আহমেদ জারগার। ১৯৯২ সাল থেকে ভারতের জেলে বন্দি ছিল এই জঙ্গি নেতা।

বুধবার সিআরপিএফ-এর ওপর হামলা

বুধবার সিআরপিএফ-এর ওপর হামলা

বুধবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে অল ওমর মুজাহিদিনের দুই জঙ্গি সিআরপিএফ-এর রোড ওপেনিং পার্টির ওপর হামলা চালায়। এই হামলায় ৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। আরও ৫ জন ই হামলায় আহত হন। হামলার পরেই ঘটনায় নিজেদের হাত রয়েছে বলে দাবি করে অল ওমর মুজাহিদিন নামে স্বল্প পরিচিত জঙ্গি সংগঠনটি।

 হামলার পিছনে জইশ-ই-মহম্মদ

হামলার পিছনে জইশ-ই-মহম্মদ

ইন্ডিয়া টু-ডে প্রকাশিত খবর অনুযায়ী, মোস্তাক আহমেদ জারগারই অনন্তনাগে জঙ্গি হামলার পিছনে মাথা। যদি গোয়েন্দাদের দাবি হামলার পিছনে রয়েছে, জইশ-ই-মহম্মদ। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী, অল ওমর মুজাহিদিনের বড় কোনও হামলার ক্ষমতা নেই। তবে সূত্রের খবর অনুযায়ী, মোস্তাক আহমেদ জারগারকেই হয়ত হয়েছিল দুই সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল।

English summary
Mustaq Ahmed Zargar who released in 1999 hijack incident, is behind the Anantnag terror attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X