For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা ও রাহুলের বাইরেও ভাবতে হবে কংগ্রেসকে, সমালোচনায় দলীয় নেতাই

Google Oneindia Bengali News

প্রিয়াঙ্কা ও রাহুলের উপরেও ভাবতে হবে কংগ্রেসকে, সমালোচনায় দলীয় নেতাই
নয়াদিল্লি, ৩১ মে : লোকসভা নির্বাচনে কুৎসিত হারের পর এবার দলের অন্দরেই প্রশ্ন উঠছে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। একে একে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়া করতে শুরু করেছেন কংগ্রেস নেতারাই। কেরালার কংগ্রেস নেতার পর এবার রাজস্থানের কংগ্রেস নেতা ভওয়র লাল শর্মা বললেন, কংগ্রেসকে রাহুল ও প্রিয়াঙ্কার উপরই কিছু ভাবতে হবে।

এতদিন যে ভাষায় বিরোধিরা গান্ধী বংশধর গান্ধীর সমালোচনা করতেন এবার সেই একই ভাষায় রাহুলকে আক্রমণ শানালেন কংগ্রেসেরই নেতা। তিনি বলেন, গান্ধী পরিবারের সদস্য হওয়ার কারণে কর্তৃত্ব উপভোগ করছেন রাহুল গান্ধী। গণতান্ত্রিক পদ্ধতিতে রাহুল দলে আসেননি বলে তার মর্মও বুঝতে পারছেন না তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Priyanka lao, Rahul lao...kuch aur bhi soch lo, aur bhi senior leader hai: Bhanwar Lal Sharma(Rajasthan Congress MLA) on Congress leadership</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/472626148254294016">May 31, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শর্মা বলেন, গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের পন্থা দলের অবলম্বণ করা উচিত। রাহুলকে কংগ্রেস সহ সভাপতি নির্বাচনের কথা গত বছর এআইসিসি-র বৈঠকে ঘোষণা করা হয়। এই নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হয়নি। কাউকে এভাবে বাকিদের উপর চাপিয়ে দেওয়া যায়না বলেও মন্তব্য করেন তিনি।

শুধু রাহুল গান্ধী নয়, দলে প্রাধান্য দেওয়া হয় গান্ধী পরিবারের আর এক সদস্য প্রিয়াঙ্কাকেও। এবিষয়েও নিজের আপত্তির কথা জানিয়ে তিনি বলেন, কংগ্রেস শুধুমাত্র রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীকে তুলে ধরার জন্য গঠন করা হয়নি। বর্তমান যা পরিস্থিতি তাতে কংগ্রেস কিছুতেই রাহুল আর প্রিয়াঙ্কার বাইরে কিছু ভাবতে পারছে না। কিন্তু রাহুল আর প্রিয়াঙ্কায় আটকে থাকলে দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Congress lost Andhra Pradesh, Assam too, now we will lose Haryana also: Bhanwar Lal Sharma, Congress MLA from Sardarshahar, Rajasthan</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/472626767094497282">May 31, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রাজস্থানের এই নেতার কথায়, আগেই অন্ধ্রপ্রদেশে হেরেছে কংগ্রেস, আসামও গেছে হাত থেকে, এবার হরিয়ানাও হাতছাড়া হবে। এখন সময় এসেছে। দলকে এই খাদের ধার থেকে টেনে তুলতে হলে রাহুল ও প্রিয়াঙ্কার বাইরেও কিছু ভাবতে হবে।

English summary
Must think beyond Priyanka, Rahul, says party leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X