হিমাচলে দুধ সরবরাহ করার ওপর নিষেধাজ্ঞা মুসলিম গুজ্জারদের, ভুয়ো খবর জানালেন জেলা শাসক
করোনা ভাইরাস মহামারি দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু গুজব–রটনাও তার পেছন পেছন ঢুকে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন গুজব বাজারে আসছে এবং তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তেমনই এক খবর অশান্তি সৃষ্টি করল হোশিয়ারপুরে। সম্প্রতি শোনা গিয়েছে যে হোশিয়ারপুরের মুসলিম গুজ্জারদের দুধ সরবরাহ করার জন্য হিমাচলপ্রদেশে ঢুকতে দেওয়া হবে না।

এ রাজ্যের উনা জেলার জেলা শাসক এই খবরটি স্পষ্ট করে জানিয়েছেন যে উনা জেলায় পাঞ্জাবের দুধ ব্যবসায়ীদের দুধ সরবরাহ করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করা নেই। উনায় কোনও কার্ফু জারি নেই এবং প্রতিদিন সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত কেনাবেচা করার অনুমতি দিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হয়েছে। এছাড়াও বৈধ পাস ছাড়া প্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য ব্যক্তিগত যানবাহন ব্যবহারের ওপরও কোনও বাধা নেই।
জেলা শাসক জানিয়েছেন যে দুগ্ধ ব্যবসায়ীরা পাঞ্জাব থেকে উনা সীমান্তে তাঁদের ব্যক্তিগত যান নিয়ে দুধ বিক্রি করতে আসতেই পারেন কিন্তু তার জন্য তাঁদের গাড়ির আন্তঃরাজ্য চলাচলের ক্ষেত্রে পাঞ্জাব প্রশাসনের পক্ষ থেকে বৈধ পাসের দরকার হবে। এসডিএম নাঙ্গাল (পাঞ্জাব) এই জেলার হরোলি মহকুমা থেকে দুধ তোলা বন্ধ করে দেওয়ার সময় একই ধরণের সমস্যা হয়েছিল। জেলা প্রশাসক সন্দীপ কুমার জানিয়েছেন যে তবে এই বিষয়টি দৈনিক যাতায়াতকারী দুধ ব্যবসায়ীকে বৈধ পাস প্রদানের মাধ্যমে সমাধান করা হয়েছিল।