For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দির গড়তে ৫১,০০০ টাকা দেবে মুসলিমরা

সুপ্রিম কোর্টের এই রায়কে সেরা রায় জানিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্থ অনুদান দেওয়ার কথা ঘোষণা করল সিয়া ওয়াকফ বোর্ড।

Google Oneindia Bengali News

অযোধ্যায় তৈরি হবে প্রস্তাবিত রাম মন্দির। সুপ্রিম কোর্টের এই রায়কে সেরা রায় জানিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্থ অনুদান দেওয়ার কথা ঘোষণা করল সিয়া ওয়াকফ বোর্ড। সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়াসিম রিজমি জানিয়েছেন অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ৫১,০০০ টাকা দেবেন তাঁরা।

আর্থিক সাহায্য করবে মুসলিমরা

আর্থিক সাহায্য করবে মুসলিমরা

অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দির আর মসজিদ তৈরির জন্য পৃথকভাবে ৫ একর জমি দেওয়া হবে। এমনই ঐতিহাসিক রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই রায়তে অন্যতম সেরা রায় বলে জানিয়েছে সিয়া ওয়াকফ বোর্ড। সংস্থার সভাপতি ওয়াসিম রিজমি জানিয়েছেন অযোধ্যার রাম মন্দির তৈরির জন্য ৫১,০০০ টাকা দেবেন তাঁরা। শুধু তাই নয় মন্দির তৈরিতেও তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রিজমি বলেছেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ রামভক্তদের কাছে গর্বের বিষয়। এমন কী এটা ভারতেরও গর্ব বলে মন্তব্য করেছেন তিনি।

 মন্দির নির্মাণে ভক্তরাই দান করুক

মন্দির নির্মাণে ভক্তরাই দান করুক

এর আগে মন্দিরের নির্মাণ খরচ কোথা থেকে আসবে তা নিয়ে উপায় বের করেছে বিশ্ব হিন্দু পরিষদ। তরা দাবি করেছে অযোধ্যায় রামের মন্দির তৈরি করা হোক ভক্তদের আর্থিক দান দিয়ে। সেকারণে ট্রাস্ট যেন ভক্তদের কাছে আর্থিক অনুদান সংগ্রহ করে মন্দির নির্মাণের খরচ তোলেন তার অনুরোধ জানিয়েছে ভিএইচপি।

 প্রস্তুতি শুরু

প্রস্তুতি শুরু

রায় বেরোনোর সঙ্গে সঙ্গে অযোধ্যায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রামজন্মভূমি ন্যাসের তৈরি নকশা মেনেই মন্দির তৈরি হবে বলে জানা গিয়েছে। সেই নকশা মতোই বেশ কিছু পাথরের স্তম্ভ তৈরি হয়ে পড়ে রয়েছে অযোধ্যায় আরও বেশ কিছু স্তম্ভ তৈরি করতে হবে। মন্দির নির্মাণের জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

English summary
Muslims will Donet 51,000 to build Ram temple in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X