For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে মুসলিমরা সমাজবাদী পার্টিকে ভোট দেয় না, তারা সাচ্চা মুসলিম নয়, বললেন আবু আজমি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আবু আজমি
লখনউ, ২ মে: যে মুসলিমরা সমাজবাদী পার্টিকে ভোট দেয় না, তারা সাচ্চা মুসলিম নয়। তাদের ডিএনএ পরীক্ষা করা দরকার। এমন মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমি।

গতকাল উত্তরপ্রদেশের খলিলাবাদে দলীয় প্রার্থী বলচন্দ্র যাদবের সমর্থনে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন আবু আজমি। বলেন, "একজন মুসলিম যদি সমাজবাদী পার্টিকে ভোট না দেয় এবং তার বিরুদ্ধে কথা বলে, তা হলে সে মুসলিমই নয়। তার ডিএনএ পরীক্ষা করা দরকার। দেখতে হবে সে আরএসএস থেকে এসে মুসলিম হয়েছে কি না? আমি বলব, সেক্ষেত্রে তাকে সাচ্চা মুসলিম বলা যাবে না। মুসলিমদের জন্য মুলায়ম সিং যাদব কী-ই না করেননি?"

তিনি বলেন, "মুসলিমরা ধর্মনিরপেক্ষ। জওহরলাল নেহরু থেকে শুরু করে মুলায়ম সিং যাদব, হিন্দুদের নেতা হিসাবে মেনে নিয়েছে মুসলিমরা। কিন্তু বিজেপি-র হিন্দু-হিন্দু ভাই-ভাই স্লোগান বিষ ছড়াচ্ছে। এমনকী গুজরাত দাঙ্গার পরও যদি বিজেপি দাবি করে যে, তাদের মুসলিমরা সমর্থন করছে, তা হলে বলব সেই মুসলিমদের ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে।"

এর আগেও আবু আজমি বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, যে মহিলারা বিয়ের পর যৌন মিলনের জন্য উদগ্রীব, তাদের ফাঁসি দেওয়া উচিত। তখন এটা নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিভিন্ন নারীবাদী সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল।

বিজেপি-র অভিযোগ, সমাজবাদী পার্টিই সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। উত্তরপ্রদেশের মুজফফরনগরে দাঙ্গাপীড়িতদের জন্য মুলায়ম সিং যাদবরা কী করেছেন, এই প্রশ্ন তুলেছে বিজেপি। সুপ্রিম কোর্টও এ ব্যাপারে কিছুদিন আগে ভর্ৎসনা করেছে উত্তরপ্রদেশ সরকারকে।

উত্তরপ্রদেশের বিজেপি নেতারা বলছেন, রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে এবার তারা অন্তত ৫০টি আসন পাবেন। হাওয়া বুঝতে পেরেই এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে সমাজবাদী পার্টির। আর তাই এখন মরিয়া হয়ে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছে তারা। আবু আজমির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুমকি দিয়েছে বিজেপি।

English summary
Muslims who do not vote for SP are not true Muslims, says Abu Azmi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X