For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্যোশাল সাইটে ছবি দিতে পারবেন না মুসলমানরা, ফতোয়া জারি ধর্মীয় সংগঠনের

ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নতুন ফতোয়া অনুযায়ী মুসলমানরা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের ছবি পোস্ট করতে পারবেন না।

  • |
Google Oneindia Bengali News

ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নতুন ফতোয়া অনুযায়ী মুসলমানরা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের ছবি পোস্ট করতে পারবেন না। উত্তরপ্রদেশের সাহারনপুরের এই ইসলামিক প্রতিষ্ঠানের সারা ভারতে পরিচিতি রয়েছে। ফলে ফতোয়ার পর শোরগোল পড়ে গিয়েছে।

স্যোশাল সাইটে ছবি দিতে পারবেন না মুসলমানরা

দারুল উলুম দেওবন্দের হয়ে দারুল ইফতা ঘোষণা করেছে যে মুসলমান পুরুষ হোক অথবা মহিলা, কারওরই স্যোশাল মিডিয়ায় ছবি দেওয়া উচিত নয়। শুধু নিজের ছবিই নয়, ফতোয়া অনুযায়ী পরিবারের কারও ছবিই দেওয়া যাবে না।

স্যোশাল মিডিয়ায় মুসলমানদের ছবি পোস্ট করাকে দারুল উলুম দেওবন্দ ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছে। সেই প্রসঙ্গে প্রতিষ্ঠানের তরফে শাহনওয়াজ কাদরি বলেন, অযথা স্যোশাল মিডিয়ায় ছবি আপলোড করা ঠিক নয়। দারুল উলুম দেওবন্দের ফতোয়া তাই যথার্থ।

ঘটনা হল, এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া ইসলাম বিরোধী কিনা। সেই প্রসঙ্গেই দারুল উলুম দেওবন্দ জানিয়েছে, ইসলাম এমন ঘটনার অনুমতি দেয় না।

এর আগে মুসলমান মহিলাদের ভ্রু তোলা, ছোট করা বা চুল কাটা নিয়ে ফতোয়া জারি করেছিল দারুল উলুম দেওবন্দ। এবার নারী-পুরুষ সকলের জন্য জারি হল ফতোয়া।

English summary
Muslims shouldn't post pictures online, New fatwa from Darul Uloom Deoband
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X