For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদের দেখা পেলেই, কাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস

যদি আজ রাতে চাঁদ দেখা যায়, তবে রমজান মাস আগামীকাল থেকে শুরু হবে নাহলে পরশু থেকে।

Google Oneindia Bengali News

আজ সন্ধ্যা থেকে আকাশে চোখ রাখবেন সারা ভারতের মুসলমানরা। শুধু ভারত কেন পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষও হন্নে হয়ে খুঁজবেন একফালি চাঁদ। যদি তার দেখা মেলে তবে আজই শেষ হয়ে যাবে হিজরি ক্যালেন্ডারের শাবান মাস। কাল ১৭ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোযা রাখা। নাহলে রোযা রাখা শুরু হবে পরশু ১৮ মে (শুক্রবার) থেকে।

কাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস

সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে মঙ্গলবার রাতে রমজানের চাঁদ-এর দেখা পাওয়া যায়নি। তাই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি ঘোষণা করেছে সেখানে রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরেও তাই। অস্ট্রেলিয় মুসলিম কাউন্সিলের ইমামরাও ঘোষণা করেছেন বৃহস্পতিবার থেকে রমজানের শুরু।

রমজান মাসে রোজা রাখা অর্থাৎ সূর্যোদয় (ফজর) থেকে থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত উপবাসে থাকা ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের একটি। ফজরের আগে একবার খাদ্যগ্রহন (সেহরী) করেন মুসলমানরা। এরপর সেই উপবাস ভঙ্গ হয় মাগরিবের নামাজের পর ইফতার-এর খাদ্যগ্রহনের মধ্য দিয়ে। এর উদ্দেশ্য আত্মশাসন, আত্মনিয়ন্ত্রণ এবং উদারতার শিক্ষা দেওয়া। উপবাস রাখা শেষ হয় ঈদ-উল-ফিতর উদযাপনের মধ্য দিয়ে।

English summary
If the Cresent sighted tonight, holly Ramadan month will start from tomorrow otherwise the day after.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X