সিএএ–এনআরসি মুসলিমদের জীবন কঠিন করে তুলবে, প্রচারে বিজেপিকে নিশানা মায়াবতীর
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী মুসলিমদের জীবন আরও কঠিন করে তুলবে। জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এর পাশাপাশি তিনি ভোটারদের কাছে এও আর্জি জানিয়েছেন যে আপ, বিজেপি বা কংগ্রেসের বিপথে চালিত করা ইস্তেহারের প্রতি প্রলুব্ধ যাতে না হন তাঁরা।

দিল্লিতে বিধানসভা নির্বাচনের এক প্রচারে এসে মায়াবতী জানান, যদি এই নির্বাচনে তাঁর দল জয়ী হয়, তবে এটি সর্বজনহিত, সর্বজনসুখ নীতিতে বিএসপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের আদলে উন্নয়ন করা হবে। মায়াবতী অভিযোগ করেন যে সিএএ ও এনআরসি ইস্যুর পর মুসলিমদের জীবনধারণ আরও কঠিন হয়ে উঠবে
তিনি এও বলেন, 'অন্য শত্রু দলগুলি থেকেও সতর্ক থাকবেন, কারণ তারা নতুন নতুন কৌশলের মাধ্যমে আপনাদের প্রলুব্ধ করবে তাদের ভোট দেওয়ার জন্য।’ গত ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনে মূলতঃ প্রতিদ্বণ্দ্বী তিনটি দল, আপ, কংগ্রেস ও বিজেপি। ইতিমধ্যেই সব দল নির্বাচনী প্রচারে নেমে গিয়েছে। এই ভোটের ফল ঘোষণা হবে ১১ ফেব্রুয়ারি।