For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবভক্ত মহম্মদ! রাজস্থানের মুসলিম মন্ত্রীমশাইয়ের মন্দিরে পুজোর ছবি মুহূর্তে ভাইরাল

সম্প্রীতির অনন্য নিদর্শন রাখলেন ইসলাম ধর্মাবলম্বী এক মন্ত্রী। ভিন ধর্মের মানুষ হয়েও তাঁর শিবভক্তি দেখে বিস্মিত অনেকেই। রাজস্থান সরকারের এই মুসলিম মন্ত্রী ঈশ্বরের অপার মহিমায় বিশ্বাসী।

Google Oneindia Bengali News

সালেহ মহম্মদ নিজেকে একজন শিব ভক্ত বলে দাবি করেন। তিনি ঈশ্বরের অপার মহিমায় বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন, দেবাদিদেবের কাছে যে প্রার্থনা করেন তিনি, তা কখনই বিফ হয় না। শিবের সামনে মাথা নত করলে সব সমস্যার সমাধান এক লহমায়। এই বিশ্বাস নিয়েই রাজস্থানের পোখরানে শিবমন্দিরে পুজো দিলেন অশোক গেহলট মন্ত্রিসভার সদস্যা সালেহ মহম্মদ।

শিবভক্ত সালেহ মহম্মদ

শিবভক্ত সালেহ মহম্মদ

সালেহ মহম্মদ নিজেকে একজন শিব ভক্ত বলে দাবি করেন। তিনি ঈশ্বরের অপার মহিমায় বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন, দেবাদিদেবের কাছে যে প্রার্থনা করেন তিনি, তা কখনই বিফ হয় না। শিবের সামনে মাথা নত করলে সব সমস্যার সমাধান এক লহমায়। এই বিশ্বাস নিয়েই রাজস্থানের পোখরানে শিবমন্দিরে পুজো দিলেন অশোক গেহলট মন্ত্রিসভার সদস্যা সালেহ মহম্মদ।

মুসলিমমন্ত্রীর শিবপুজোর ছবি ভাইরাল

তিনি মৌলবী গাজি ফকিরের ছেলে। রাজস্থানে কংগ্রেস সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যও হয়েছে। শপথগ্রহণের পরই তাই তিনি ছুটে গিয়েছিলেন রাজস্থানের জয়সলমেরের পোখরানে। সেখানে শিব মন্দিরে গিয়ে তিনি ঢাকঢোল পিটিয়ে পুজো দেন। পুরোহিতের সামনে বসে পুজো দেওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

শিবলিঙ্গের সামনে বসে দেড়ঘণ্টা পুজো

শিবলিঙ্গের সামনে বসে দেড়ঘণ্টা পুজো

নিছকই নিয়মরক্ষার সেই পুজো নয়। অবাক-কাণ্ড সেখানেই। মন্ত্রী নিজে শিবলিঙ্গের সামনে বসে দেড়ঘণ্টা পুজো করেছেন। পুজোর প্রতিটা রীতি তিনি সঠিকভাবে পালন করেন। শিবলিঙ্গে মধু ও দুধ ঢালেন। ভক্তি দিয়ে পূজার্চনা করেন। তাঁর এই কীর্তিতে বিস্মিত মন্দিরের প্রধান পুরোহিত মধু ছাঙ্গানি জানান, মন্দিরের সমস্ত আচার-আচরণ সম্বন্ধে অবহিত মন্ত্রীমশাই। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন তিনি।

হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি

হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি

মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর সালেহ মহম্মদ বলেন, রাজস্থানের পশ্চিমাঞ্চলে এই হচ্ছে সম্প্রীতির চিত্র। এখানকার হিন্দু-মুসলিমের মধ্যে কোনও সম্প্রদায়গত বিরোধ নেই। সবাই এখানে ভাই-ভাইয়ের মতো বাস করে। এখানকার হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই পুজো করেন। মুসলিম সম্প্রদায়ের নানা ধর্মীয় অনুষ্ঠানেও একইভাবে অংশ নেন হিন্দুরা। দুই সম্প্রদায় একযোগে ধর্মাচরণ করেন।

বিশ্বাস আর ভক্তিই পুজোর উপাচার

বিশ্বাস আর ভক্তিই পুজোর উপাচার

তিনি বলেন, এখানকার দুই সম্প্রদায়ের মানুষ এক যোগে স্থানীয় দেবতা বাবা রামদেবের পুজো করেন। সবার আস্থা রয়েছে বাবা রামদেবের চমৎকারের উপর। তিনি শিবের পুজো করে বেশি তৃপ্তি পান। তাই ব্যক্তিগত বিশ্বাস ও ভক্তি থেকেই শিবের পুজো করি। মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে সাফ জানালেন মন্ত্রী সালেহ মহম্মদ।

[আরও প়ড়ুন: সুইস ব্যাঙ্কে কারা রেখেছে কালো টাকা! এবছর থেকে তথ্য আসছে মোদী সরকারের হাতে][আরও প়ড়ুন: সুইস ব্যাঙ্কে কারা রেখেছে কালো টাকা! এবছর থেকে তথ্য আসছে মোদী সরকারের হাতে]

রাহুলের স্ট্র্যাটেজিতেই মহম্মদের সাফল্য

রাহুলের স্ট্র্যাটেজিতেই মহম্মদের সাফল্য

এবার ভোটে রাজস্থানের পোখরানে বিজেপির গড় থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন সালেহ মহম্মদ। হিন্দুত্ববাদকে কাজে লাগাতে আধাত্মিক গুরু স্বামী প্রতাপপুরীকে সেখানকার প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু এই এলাকায় বিশেষ জনপ্রিয় সালেহ মহম্মদ। দুই ধর্মের মানুষের কাছে তাঁর জনপ্রিয়তার কথা ভেবে তাঁকে প্রার্থী করেন রাহুল গান্ধী। রাহুলের স্ট্র্যাটেজিরই জয় হয় এই কেন্দ্রে।

[আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপিতে মৌসুমী! মুকুলের হাতে ধরে দলবদলে ‘মোদীভক্তি'র পরিচয়][আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপিতে মৌসুমী! মুকুলের হাতে ধরে দলবদলে ‘মোদীভক্তি'র পরিচয়]

শিবের কৃপায় আধাত্মিক গুরুকে হারান সালেহ

শিবের কৃপায় আধাত্মিক গুরুকে হারান সালেহ

বিজেপির গড়ে হিন্দু ভোট ছিনিয়ে বিজেপির প্রার্থী আধাত্মিক গুরুকে হারিয়ে দেন সালেহ মহম্মদ। সেই বিপুল জয়ের উপহার স্বরূপ মন্ত্রীও হন তিনি। আর তার পরই সালেহ মহম্মদের শিবভক্তি সম্প্রীতির নজির সৃষ্টি করে। তিনি এলাকার মানুষকে, গোটা দেশবাসীর কাছে সম্প্রীতির বার্তা দেন নিজের হাতে দেবাদিদেবের আরাধনা করে।

[আরও পড়ুন: পাঁচ বছরে বিরোধী থেকে শাসক হয়ে কতটা স্টান্স বদলেছেন মোদী][আরও পড়ুন: পাঁচ বছরে বিরোধী থেকে শাসক হয়ে কতটা স্টান্স বদলেছেন মোদী]

English summary
Muslim minister of Rajasthan Congress government worships in Shiva Temple. This is the picture of communal harmony of India,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X