For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিম কারিগর দিয়ে তৈরি ২,১০০ কেজির ঘণ্টা বসবে রাম মন্দিরে

মুসলিম কারিগর দিয়ে তৈরি ২,১০০ কেজির ঘণ্টা বসবে রাম মন্দিরে

Google Oneindia Bengali News

রাম মন্দির তৈরি করা নিয়ে আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরি হবে। এখন শুধুই অপেক্ষা মন্দির নির্মাণের।

মুসলিম কারিগর দিয়ে তৈরি ২,১০০ কেজির ঘণ্টা বসবে রাম মন্দিরে


সম্প্রতি পাওয়া খবর থেকে জানা গিয়েছে, মন্দিরের জন্য ২,১০০ কেজির একটি ঘণ্টা তৈরি করা হবে। এই ঘণ্টার অধিকাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু প্রস্তাবিত মন্দিরে লাগানো বাকি রয়েছে। বুধবার এক রিপোর্ট মারফত জানা গিয়েছে, এক মুসলিম কারিগর ইকবাল এই ঘণ্টাটি তৈরি করেছেন। যিনি উত্তরপ্রদেশের ইটা জেলার জলেসারে থাকেন। জানা গিয়েছে, জলেসারের নগর পালিকা বিকাশ মিত্তলের কারখানাতে এই বড় ঘণ্টাটি তৈরি করেন কারিগররা। গত চার দশক ধরে কারিগরের কাজ করেন ইকবাল। তিনিই এই ঘণ্টার ডিজাইন ও তৈরি করেছেন। ঘণ্টাটির আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা। ঘণ্টাটির ৬ ফিট উঁচু এবং ৫ ফিট চওড়া। অযোধ্যা রায় ঘোষণার আগে পুলিশ–প্রশাসন মনে করেছিলেন বড় ধরনের সাম্প্রদায়িক হিংসার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাম মন্দিরের ঘণ্টা তৈরির মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের মিলনের নজির দেখা গেল।

বিকাশ মিত্তল বলেন, '‌রাম মন্দিরের জন্য ঘণ্টার কাজ প্রায় শেষের পথে এবং আমরা অন্য মন্দির থেকেও ঘণ্টা তৈরি করার কাজ পাই। ঘণ্টার তৈরির চাহিদা বেড়ে যাওয়ায় আমরা কারিগরের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। জলেসার নামটি ২,১০০ কেজি বেলের উপরে খোদাই করা হবে যাতে লোকেরা জানতে পারে যে এটি আসলে জলেসারে (ইটা) তৈরি করা হয়েছিল।’‌

English summary
bell that weighs 2,100 kg, is almost in its final stages and will be used at the proposed Ram Mandir,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X