For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের মধ্যে অপদস্থ হতে হত, তাই কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন গোপীনাথ মুন্ডে : বিজেপি নেতা

Google Oneindia Bengali News

দলের মধ্যে অপদস্থ হতে হত, তাই কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন গোপীনাথ মুন্ডে : বিজেপি নেতা
মুম্বই, ৭ জুন : দলের মধ্যেই অনেক সংঘর্ষ করে টিকে থাকতে হচ্ছিল প্রায়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডেকে। বারবার দলের হেনস্থার মুখে পড়তে হতো তাঁকে। শুধু তাই নয়, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন তিনি। বিজেপির মহারাষ্ট্র বিধানসভা পারিষদ পান্ডুরঙ্গ ফুন্দকরের এহেন দাবী নয়া বিতর্কের জন্ম দিল। এর পাশাপাশি গোপীনাথ মুন্ডের মৃত্যুর ঘটনায় বিধান পরিষদের কাছে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন ফুন্দকর।

ফুন্দকরের কথায়, দলের ভিতর প্রতি পদক্ষেপে মুন্ডেকে সংগ্রামের সম্মুখীন হতে হত। এমন একটা সময় এসেছিল যখন তিনি বিজেপি ছাড়ার কথাও ভাবতে শুরু করেছিলেন। আমি তাঁকে বাধা দিয়েছিলাম। বহুবার অপদস্ত হতে হয়েছে তাঁকে, কিন্তু তিনি নিজেকে সপে দিয়েছিলেন দলের জন্য। কেন্দ্রে ও রাজ্যে ২টি মন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। শেষমেশ শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের পরামর্শ মেনে দল ছাড়ার সিদ্ধান্ত ত্যাগ করেন মুন্ডে।

ফুন্দকর বিধানসভা পরিষদের বিরোধী দলের প্রাক্তন নেতা ছিলেন। তিনি বলেন, গোপীনাথ মুন্ডের মৃত্যু নিয়ে মানুষের মনে অনেক ধরণের প্রশ্ন রয়েছে। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ অবশ্যই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মহারাষ্ট্রের জনপ্রিয় নেতা ছিলেন মুন্ডে। শুধু তাই নয়, মহারাষ্ট্র রাজনীতির শক্ত স্তম্ভগুলির মধ্যে একটি ছিলেন মুন্ডে। ফুন্দকর ১৯৭৪ সাল থেকে মুন্ডের ঘণিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। গোপীনাথ মুন্ডের অকাল মৃত্যুতে ভেঙে পড়েন ফুন্দকর জানান, মুন্ডের মৃত্য়ু জাতীয় রাজনীতি বড় ক্ষতি। মুন্ডে চলে যাওয়ায় মহারাষ্ট্র রাজনীতি যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা কঠিন বলেও মন্তব্য করেছেন ফুন্দকর।

English summary
Munde was humiliated in party,wanted to join Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X