For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুব শীঘ্রই মুন্ডের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে কেন্দ্র : বিজেপি নেতা

Google Oneindia Bengali News

খুব শীঘ্রই মুন্ডের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে কেন্দ্র : বিজেপি নেতা
মুম্বই, ১০ জুন : প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। ফড়নবিশের কথায়, রাজনাথ সিং বলেছেন, এবিষয়ে খুব শীঘ্রই একটি ঘোষণা করবেন তিনি।

এর আগে মুন্ডের পথ দুর্ঘটনা নিয়ে আরও তদন্তের প্রয়োজন বলে দাবি তোলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বিজেপি নেতা প্রকাশ আন্না হেগড়ে, অবধূত বাগ , পান্ডুরঙ্গ ফুন্দকর প্রমুখরা মুণ্ডের সিবিআই তদন্তের দাবি জানান।

আজ, মঙ্গলবার সকালেই গোপীনাথ মুন্ডের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে পরিবহনমন্ত্রী নীতিন গড়করির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন ফড়নবিশ।

আরও পড়ুন : চোখের জলে শেষকৃত্য গোপীনাথ মুন্ডের, সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ অন্ত্যেষ্টিস্থলেই

আরও পড়ুন : দিল্লি বিমানবন্দরের কাছে দুর্ঘটনায় নিহত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডে

মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন গোপীনাথ মুন্ডে। বিজেপি ও শিবসেনার এই দীর্ঘকালীন জোটের পুরোধাও মুন্ডেকেই বলা হয়। গত ৩রা জুন মহারাষ্ট্র যাওয়ার কর্মসূচি ছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের। কিন্তু মহারাষ্ট্র যাওয়ার আগেই দিল্লি বিমানবন্দর যাওয়ার পথে পথ দুর্ঘটনা মৃত্যু হয় গোপীনাথ মুন্ডের।

এদিন গাড়ির সামনের আসনে চালক ও নিরাপত্তা রক্ষী বসেছিলেন। গাড়ির পিছনের আসনে বসেছিলেন মুন্ডে। একটি টাটা ইন্ডিকা গাড়ি তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে। এই ঘটনায় বাকি দুজন বেঁচে গেলেও আভ্যন্তরীন আঘাত ও ঘটনার তীব্রতার জেরে হৃৎরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুন্ডের।

পরের দিন তাঁর মৃতদেহ তাঁর জন্মভূমি বিড জেলার পারলিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই বড় মেয়ের হাতে মুখাগ্নি ও শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ হওয়ার পরেই স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই তখনই প্রথমবার মুন্ডের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি ওঠে। এর পর একে একে বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা একই দাবিতে সরব হন।

বিজেপি সূত্রের খবর, মুন্ডে মহারাষ্ট্রের জনপ্রিয় নেতা ছিলেন। স্থানীয় মানুষ চাইছে ঘটনার স্বচ্ছ তদন্ত হোক এবং পুরো বিষয়টি তদন্তে উঠে আসুক। মানুষের দাবি মেনে সিবিআই তদন্তের নির্দেশ খুব শীঘ্রই দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

English summary
Munde's death: Centre likely to order CBI probe, says BJP leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X