For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে যানবাহন ভাঙচুর দুষ্কৃতীদের, সম্প্রীতি বজায় রাখার অনুরোধ মন্ত্রীর

মুম্বই যানবাহন ভাঙচুর দুষ্কৃতীদের, সম্প্রীতি বজায় রাখার অনুরোধ মন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

রবিবার রাতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মুম্বই শহরতলির মানখুর্দ এলাকায় ভাঙচুর চালিয়েছে। এই এলাকায় দাঁড় করিয়ে রাখা বেশ যানবাহন ভাঙচুর করেছে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷ আবার এরকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য মুম্বাই পুলিশ মানখুর্দে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে। সহিংস হামলায় গাড়ি, দু'চাকার গাড়ি, অটোসহ অন্তত ২৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এবার এই ঘটনায় মুম্বইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য নাগরিকদের অনুরোধ করেছেন শিবসেনার মন্ত্রী।

মুম্বইয়ে যানবাহন ভাঙচুর দুষ্কৃতীদের, সম্প্রীতি বজায় রাখার অনুরোধ মন্ত্রীর

মুম্বই পুলিশ জানিয়েছে, অপরাধীদের পরিচয় এবং হামলার কারণ জানতে তদন্ত চলছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একদল উন্মত্ত জনতা রড ও তলোয়ার নিয়ে গাড়ি ভাঙচুর করছে৷ মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে, যুগ্ম পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) বিশ্বাস নাংরে পাটিল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুম্বই পুলিশের পক্ষ থেকে বানিজ্য নগরীর সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব এবং জাল ভিডিওগুলিতে বিশ্বাস না করতে অনুরোধ করা হয়েছে৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এবং রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দলের সদস্যরা উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, যা হিন্দু ও মুসলিমদের মধ্যে শত্রুতা বাড়াতে পারে! একই সঙ্গে পাতিল নিশ্চিত করেছেন যে যারা রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি ভিডিওতে পুরো মহারাষ্ট্রে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে পাটিল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।

রাম পুজো নষ্ট করার ষড়যন্ত্র করেছে বামেরা অভিযোগ জেএনইউ এবিভিপি'র রাম পুজো নষ্ট করার ষড়যন্ত্র করেছে বামেরা অভিযোগ জেএনইউ এবিভিপি'র

প্রসঙ্গত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে গত সপ্তাহে মুম্বাইতে একটি সমাবেশে মসজিদে আজান বাজানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে একটি বক্তব্য রাখেন। রাজ ঠাকরের সেই বক্তব্যের পর মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে এমএনএস নেতারা লাউডস্পিকারে হনুমান চালিসা পাঠ বাজাতে থাকেন৷ এই একই ইস্যুতে শাসকদল শিবসেনাকে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস প্রশ্ন করেছেন, কেন কিছু লোক হনুমান চালিসা পাঠ শুনলেই রেগে যায়। একই সঙ্গে তিনি যোগ করেছেন যে তাঁর দল কোন ধর্মের বিরোধিতা করে না। তবে যে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তুষ্টির বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ করেন।

English summary
Mumbai vehicle vandalism mischief, the minister's request to maintain harmony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X