For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সওয়ারির সিএএ বিরোধী কথোপকথন শুনে পুলিশ ডাকলেন উবার চালক

সওয়ারির সিএএ বিরোধী কথোপকথন শুনে পুলিশ ডাকলেন উবার চালক

Google Oneindia Bengali News

উবার ট্যাক্সিতে উঠে ফোনে কথা বলছিলেন ব্যক্তি। সেই কথাবার্তায় ফুঠে উঠেছিল তাঁর সিএএ বিরোধী মনোভাব। ব্যস! গাড়ির চালক নিজের সওয়ারিকে পুলিশে ধরিয়ে দিতে সোজা পুলিশকে ডেকে বসলেন। ঘটনাটি বুধবার মুম্বইতে ঘটেছে।

সওয়ারির সিএএ বিরোধী কথা শুনে পুলিশ ডাকেন চালক

সওয়ারির সিএএ বিরোধী কথা শুনে পুলিশ ডাকেন চালক

জানা গিয়েছে, বাপ্পাদিত্য সরকার নামে ওই যাত্রী নিজের ফোনে কোনও একজনের সঙ্গে সিএএ বিরোধী কথাবার্তা বলছিলেন। সেই সব কথা শুনে ওই উবর চালক মাঝপথেই গাড়ি থামিয়ে দেন। তাঁর গাড়িতে বসে থাকা যাত্রীকে বলেন, এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর যখন ওই উবর চালক ফিরে আসেন তখন তাঁর সঙ্গে ছিলেন দুই পুলিশ কর্মী। এরপর সেই দুই পুলিশ কর্মী কবি তথা সমাজকর্মী বাপ্পাদিত্যকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

টুইট করে ঘটনার বিবরণ দেন বাপ্পাদিত্য

টুইট করে ঘটনার বিবরণ দেন বাপ্পাদিত্য

পরে কবি বাপ্পাদিত্য সরকার এট টুইট বার্তায় ঘটনার বিবরণ দেন। তাতে তিনি লেখেন, 'বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আমি জুহু থেকে কুর্লায় যাওয়ার জন্যে একটি উবার ক্যাবে উঠি। ট্যাক্সিতে বসেই আমি আমার বন্ধুর (মোবাইল ফোনে) সঙ্গে দিল্লির শাহিনবাগের প্রতিবাদে 'লাল সালাম' স্লোগান ওঠা নিয়ে মানুষের অস্বস্তির বিষয়ে আলোচনা করছিলাম।'

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় সমাজকর্মীকে

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় সমাজকর্মীকে

বাপ্পাদিত্য জানান, ট্যাক্সিতে তাঁর কথোপকথন শুনে পুলিশ ডেকে আনেন ওই উবার চালক। পুলিশ তাঁকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। বাপাদিত্য সরকার তাঁদের জানান যে তিনি জয়পুর থেকে এসেছেন এবং দিনের শুরুতে 'মুম্বই বাগ'-এর সিএএ বিরোধী বিক্ষোভেও যোগ দিয়েছিলেন।

সমাজকর্মীর প্রতি উবার চালকের শ্লেষ

সমাজকর্মীর প্রতি উবার চালকের শ্লেষ

বাপ্পাদিত্য উবার চালকের তাঁর প্রতি বিদ্বেষের কথাও তুলে ধরেন। সেই চালক নাকি তাঁকে বলেন, 'আপনার মতো লোকেরা দেশকে ধ্বংস করে দেবেন আর আপনি আশা করেন যে আমরা আপনার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকব। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি আপনাকে অন্য কোথাও না নিয়ে গিয়ে বরং থানায় নিয়ে এসেছি।'

English summary
mumbai uber driver calls cops after overhearing caa protest conversation of passanger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X