For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে সাংবাদিককে বেধড়ক মারধর, ক্ষোভে ফুঁসছে প্রেসক্লাব

ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা। এবার ঘটনাস্থ বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুম্বই শহর। টেলিভিশন সাংবাদিক হার্মান গোমসকে এদিন তাঁর বাড়ির সামনে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় রীতিমত ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল।

  • |
Google Oneindia Bengali News

ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা। এবার ঘটনাস্থ বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুম্বই শহর। টেলিভিশন সাংবাদিক হার্মান গোমসকে এদিন তাঁর বাড়ির সামনে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় রীতিমত ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল।

বিজেপি শাসিত রাজ্যে সাংবাদিককে বেধড়ক মারধর, ক্ষোভে ফুঁসছে প্রেসক্লাব

শনিবার রাতে একটি ট্য়াক্সি করে হার্মান ও তাঁর বন্ধু ফিরছিলেন বাড়ির দিকে। এমন সময়ে রাত দেড়টা নাগাদ হার্মান বাড়ি পৌঁছলে , দেখেন, বাড়ির সামনেই ৬ জন লোক দাঁড়িয়ে। সেখানে হার্মানকে ব্যাপক মারধর করে ওই ৬জন। এমনই অভিযোগ করেছেন হার্মান । তখনই মুম্বইয়ের গামদেবী এলাকায় ছড়িয়ে যায় চাঞ্চল্য।


প্রথমে হার্মানকে উদ্দেশ্য করে গালিলাজা করা হয় , পরে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার জেরে আইপিসি সেকশন ১৪৩, ৩২৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে, ঘটনায় পুলিশ অভিযোগ নিতে দেরি করেছে বলে দাবি করে মুম্বই প্রেসক্লাব। প্রেসক্লাবের দাবির প্রেক্ষিতে , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, যে পুলিশ কর্মীরা অভিযোগ নিতে গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

English summary
Mumbai TV journalist assaulted near home, press club calls it a ‘dastardly act’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X