For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেকাররা খুলুন পানের দোকান! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশে ভিন রাজ্যের এই ব্যক্তি, কী বলছেন তিনি

বেকার যুবকদের পানের দোকান খোলা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দেওয়া উপদেশের তারিফ করলেন মুম্বইয়ের এক পানের দোকানের মালিক।

  • |
Google Oneindia Bengali News

বেকার যুবকদের পানের দোকান খোলা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দেওয়া উপদেশের তারিফ করলেন মুম্বইয়ের এক পানের দোকানের মালিক। মুচ্চান্দ পানওয়ালার মালিক ভারত তিওয়ারি বলেছেন, সরকারি চাকরির জন্য চেষ্টা না করে পানের দোকান খোলা ভাল প্রস্তাব।

বেকাররা খুলুন পানের দোকান! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশে ভিন রাজ্যের এই ব্যক্তি

ব্যবসা নিয়ে নিজের পরিবার চালানোর উদাহরণ তুলে ধরেছেন ভারত তিওয়ারি। তাঁরা ছয় ভাই। প্রত্যেকেরই দু-টি করে সন্তান। সবার পক্ষে তো অফিসার হওয়া সম্ভব নয়। যাঁরা এই সরকারি অফিসার হতে পারবেন না, তাঁদের জন্য এই ব্যবসা বেশ ভাল। এটা একটা ভাল বিকল্প।

এর আগে বিভিন্ন বক্তব্যে বিতর্কে জড়িয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি, রাজনৈতিক নেতাদের পিছনে সরকারি চাকরির জন্য না ঘুরে পানের দোকান খোলা কিংবা দুধের ব্যবসার পরামর্শ দেন। এরপরেই বিরোধী দলগুলি তাঁর সমালোচনা শুরু করে।

প্রথমে মহাভারত, পরে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, এরপর সিভিল ইঞ্জিনিয়াররাই শুধু সিভিল সার্ভিসের উপযোগী বলার পর তা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্ক থেকে মুখ্যমন্ত্রী যে সরে যাওয়ার পাত্র নন, তা বুঝিয়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বেকার যুবকদের জন্য পানের দোকান খোলা এবং দুধ দুইয়ে রোজগারের পরামর্শ দেন তিনি।

English summary
Mumbai shop owner reacts to Tripira CM's advice to Unemployed to open Paan shop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X