For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৯৩ মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত মুস্তাফা দোসার সাজা ঘোষণার আগেই মৃত্যু

মুম্বই বিস্ফোরণের ঘটনায় অপরাধী প্রমাণিত হওয়া মুস্তাফা দোসা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের ঘটনায় অপরাধী প্রমাণিত হওয়া মুস্তাফা দোসা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। এদিন বুধবার দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে সে মারা যায়। ফলে দোষী সাব্যস্ত হলেও সাজা ঘোষণার আগেই প্রয়াত হল।

মুম্বই বিস্ফোরণ মামলা নিয়ে কিছুদিন আগে রায় ঘোষণা হয়। সেই ঘটনায় আবু সালেম, মুস্তাফা দোসা সহ ৬ জনকে দোষী সাব্যস্ত করে টাডা আদালত। মুম্বই বিস্ফোরণে ২৪ বছর আগে আড়াশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই রায়ে স্বস্তি ফিরেছিল সকলের।

১৯৯৩ মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত মুস্তাফা দোসার মৃত্যু

তারপরে আবু সালেম, মুস্তাফা দোসাদের কি শাস্তি দেওয়া যেতে পারে তা নিয়ে আদালতের রায় ঘোষণার আগেই মুস্তাফা মারা গেল এদিন। সিবিআই আগেই আদালতে মুম্বই হামলার ষড়যন্ত্রীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছে। তবে দোসার প্রয়াণের ফলে তার আর প্রয়োজন রইল না। এখন বাকীদের বিরুদ্ধে আদালত কী শাস্তি ঘোষণা করে সেটাই এখন দেখার।

মুস্তাফা দোসা মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল। যেভাবে গোটা অপারেশন চালানো হয়েছিল তাতে ফাঁসিপ্রাপ্ত ইয়াকুব মেননের চেয়েও দোসা বেশি ভয়ঙ্কর ভূমিকা পালন করে বলে আদালতে দাবি করেছে সিবিআই।

প্রসঙ্গত, বুকে ব্যথা অনুভব করায় দোসাকে প্রথমে আর্থার জেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মুসাকে বাঁচানো যায়নি। সেখানেই মারা যায় দোসা।

English summary
Mumbai serial blasts case convict Mustafa Dossa dies of cardiac arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X