For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার সঙ্গে থাকতে পারবেন না ইন্দ্রাণী মুখার্জির অপর মেয়ে! কারণ ব্যাখ্যায় স্পষ্ট বার্তা আদালতের

  • |
Google Oneindia Bengali News

মেয়ে শিনা বোরাকে হত্যার দায়ে আপাতত জামিনে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জি ( Indrani Mukerjea)। তবে তিনি তাঁর আপর মেয়ে বিদ্যার সঙ্গে থাকতে পারবেন না। এদিন মুম্বইয়ের সিবিআই (CBI) আদালত (Court) এব্যাপারে বার্তা দিয়েছে। কয়েক বছর বিদেশে থাকার পর ফেরত আসা বিধি মুখার্জি মায়ের কাছে থাকতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন। যদিও তাতে অনুমতি দেয়নি আটদালত।

সিবিআই-এর বিরোধিতা

সিবিআই-এর বিরোধিতা

বিধি মুখার্জির আবেদনের শুনানির সময় সিবিআই তার বিরোধিতা করেছে। কেননা বিধিকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত বিচারপর্ব সারা হয়নি। সিবিআই-এর অভিযোগ ছিল ইন্দ্রাণী মুখার্জি তাঁর নিজের মেয়ে শিনা বোরাকে হত্যা করেছিলেন। এর জন্য অন্যদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন তিনি। যড়যন্ত্রের অঙ্গ হিসেবে রাতে খাবারের জন্য ডাকার পরে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হয়েছিল।

 বিচারকের ব্যাখ্যা

বিচারকের ব্যাখ্যা

বিধির আবেদন প্রত্যাখ্যান করে বিশেষ সিবিআই আদালতের বিচারক এসপি নায়েক নিম্বলাকার বলেছেন, ফৌজদারি কার্যবিধিতে অভিযুক্তের সঙ্গে অকজন সাক্ষীর বসবাসের আবদনের কোনও বিধান নেই। এছাড়াও ইন্দ্রাণী মুখার্জিকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট শর্তে বলেছিল সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। এব্যাপারে বিধি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি বম্বে হাইকোর্টে যেতে পারেন বলেও জানানো হয়েছ।

মায়ের কাছে থাকতে চান

মায়ের কাছে থাকতে চান

আদালতে করা আবেদনে বিধি জানিয়েছিলেন, তিনি কয়েকবছর ধরে বিদেশে বসবাস করছেন। তিনি মায়ের গ্রেফতারের দিন থেকে সাহচর্য, ভালবাসা থেকে বঞ্চিত। গত সাত বছর তিনি ধারে কাছে ছিলেন না। এটা তাঁর মানসিক সুস্থতাকে প্রভাবিক করছে বলেও আবেদনে উল্লেখ করেছিলেন তিনি। মায়ের সঙ্গে এই বিচ্ছেদ মোকাবিল করাটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার জন্যই মায়ের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সঙ্গেও থাকতে চায়।

ইন্দ্রাণী অসুস্থ

ইন্দ্রাণী অসুস্থ

এছাড়াও ওই আবেদনে বলা হয়েছিল ইন্দ্রাণী মুখার্জি সেরিব্রাস ইস্কেমিয়ায় ভুগছেন। তাঁর যথাযথ ব্যক্তিগত চিকিৎসা ও যত্নের প্রয়োজন। তিনি নিজের মতো করে ক্ষমতা ও সময় দিতে চান বলে জানিয়েছিলেন বিধি। এছাড়াও মুম্বইতে তিনি ছাড়া ইন্দ্রাণীর আর কোনও পরিবারের সদস্যও নেই।

বন্যার জমা জলে থমকে গিয়েছে বেঙ্গালুরুর জনজীবন! দুর্ভোগের পিছনের সম্ভাব্য কারণগুলিবন্যার জমা জলে থমকে গিয়েছে বেঙ্গালুরুর জনজীবন! দুর্ভোগের পিছনের সম্ভাব্য কারণগুলি

English summary
Mumbai's special CBI court says, Indrani Mukherjea's other daughter can not live with her mother
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X