For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডের আজও সেরা উৎসব দুর্গাপুজো, যাতে সামিল বিগ বি থেকে কাজল-রানিরা

মুম্বইয়ের দুর্গাপুজোর ডায়রিও বেশ চিত্তাকর্ষক , রঙিন পুজো আরও রঙিন হয়ে ওঠে বলিউডি ছোঁওয়ায়।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

উজ্জ্বল-তানিশা-জয়শ্রী বেশ কয়েক বছর যাবৎ মুম্বইয়ের বাসিন্দা। 'না এখানের পুজো আসলে মনে হয় না কলকাতায় নেই। ' স্পষ্ট কথায় এই উত্তর দেন তিরিশের কোঠার জয়শ্রী হালদার।

অথচ কলকাতাতেও কিন্তু নয় নয় করে অনেকগুলো বছর কাটিয়েছেন তিনি।

মা দুর্গা ও বলিউডি যোগ

মা দুর্গা ও বলিউডি যোগ

মুম্বইয়ের দুর্গাপুজোর আরও একটা এসেন্স তার বলিউডি যোগসূত্র। জয়শ্রী-র মতে পুজো তো অনেক হয় তবে তাঁরা ৬-৭ টা পুজোতেই রোজ যান। কারণ প্রতিটা পুজোতেই কিছু না কিছু বলিউডি টাচ রয়েছে।

 গায়ক অভিজিতের পুজো সুপারহিট

গায়ক অভিজিতের পুজো সুপারহিট

গায়ক অভিজিতের পুজোয় যেমন গ্ল্যামার থাকে, ঠিক তেমনিই ভক্তিভাবে পূজা অর্চনা করা হয়। অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য উপচে পড়ে ভিড়।

লোখান্ডওয়ালা থেকে নর্থ বম্বে জবরদস্ত পুজো

লোখান্ডওয়ালা থেকে নর্থ বম্বে জবরদস্ত পুজো

থিমের পুজোর থেকে দূরে পুজোয় আধুনিক ভাবধারার প্রতিমার চলই বেশি। বহু বছর ধরে হয়ে চলা এই পুজো গুলির ইউএসপিই তাদের মাতৃ আরাধনার সরল ভাব ।

পাত পেড়ে খাওয়া দাওয়া

পাত পেড়ে খাওয়া দাওয়া

বিভিন্ন পুজো কমিটি গুলোতেই ভোগ দেওয়ার ব্যবস্থা থাকে। তবে এতেও সবাইকে টেক্কা দেয় অভিজিতের পুজো। রোজই প্রায় ৫ হাজার মানুষ এখানে ভোগ খান। অভিজিত নিজে পুরো বিষয়টির তত্বাবধানে থাকেন। রোজ খিচুড়ি, পাঁপড়, চাটনি, পায়েস থাকলেও , দশমী বা দশেরায় ভোগকে 'ভোজ' বলা হয়। এদিন থাকে পোলাওয়ের বন্দোবস্ত।

গায়ক থেকে নায়কের আনাগোনা

গায়ক থেকে নায়কের আনাগোনা

কখনও প্রীতম, কখনও পল্লবী, বাঙালির পুজোয় এঁরাও আসেন বাঙালি হিসেবেই, আর তারকাদের দেখতে পেয়ে পুজোর পাওনা টা যেন ডবল হয়ে যায়।

তারকাদের উপস্থিতি

তারকাদের উপস্থিতি

তবে সৌভাগ্যবানরা এর চেয়েও বড় তারকাদের কাছ থেকে দেখতে পান এই পুজো মণ্ডপেই। সৌভাগ্যবানদের তালিকায় আছেন জয়শ্রীও। রূপোলি পর্দার নায়ক রনবীর কাপুরকে দেখার সুযোগও করে দেন দুগ্গা মা।

ঢাকের তালে কোমড় দোলে..

ঢাকের তালে কোমড় দোলে..

ঢাকের তালে কোমড় দোল থেকে শুরু করে জনপ্রিয় সব বাঙলা গান। আসর জমাতে আর কী চাই। মুম্বইয়ের বেশ কয়েকটি পুজোয় নাচ-গানের জবরদস্ত আসর বসে।

আসছে বছর আবার হবে

আসছে বছর আবার হবে

বলো দুগ্গা মাইকি জয়, ঠাকুর ভাসানের ছন্দে মনে থাকে আনন্দ একই সঙ্গে বিষাদ। পাঁচদিন যাঁদের সঙ্গে চেটেপুটে আনন্দ ভাগ করে নেওয়া হয়েছে। আবার এক বছরের অপেক্ষা। মেয়ে তানিশাকে নিয়ে ফের একবার পথ চেয়ে থাকা শুরু জয়শ্রীর।

English summary
Mumbai's Durga puja mixed up with Bollywood culture serves a new flavour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X